Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাকাতুয়ার কারণে ইন্টারনেটে বিপত্তি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অস্ট্রেলিয়ায় কাকাতুয়ার উৎপাতে ব্রডব্যান্ড নেটওয়ার্ক খাতে কোটি কোটি ডলার খেসারত দিতে হচ্ছে। দেশটির জাতীয় ব্রডব্যান্ড নেটওয়ার্ক (এনবিএন) কোম্পানি জানিয়েছে, ঠোঁট দিয়ে ব্রডব্যান্ডের তার চিবিয়ে নষ্ট করছে কাকাতুয়া। আর তা ঠিক করতেই হাজার হাজার ডলার খরচ করতে হয়েছে। ইন্টারনেটে গতি সবচেয়ে বেশি- এমন দেশের তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান ৫০তম। কিন্তু কাকাতুয়ার উৎপাতে দেশটিতে ইন্টারনেট আরো ধীরগতিতে কাজ করছে। ইন্টারনেটের ধীরগতির কারণে সমালোচনা শুরু করেছে দেশের নাগরিকরা। এদিকে এনবিএন ধারণা করছে, কাকাতুয়ার উৎপাতে ইন্টারনেট আরো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিলও বেড়ে যেতে পারে। ইন্টারনেটের গতি বাড়াতে কাজ শুরু করেছে অস্ট্রেলিয়া। টেলিকমিশন খাতে অবকাঠামোগত উন্নয়নে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে, যা ২০২১ সাল নাগাদ শেষ হবে। বিবিসি অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ