Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন বন্দিদশা থেকে মুক্তি পেল অভিবাসী শিশু

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন বন্দিদশা থেকে মুক্তি পেল পক্ষাঘাতগ্রস্ত ১০ বছর বয়সী এক অভিবাসী শিশু। মার্কিন সীমান্ত টহল দলের সদস্যদের হাতে আটক মস্তিষ্কে পক্ষাঘাতগ্রস্ত ওই শিশুটিকে টেক্সাসের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর ছেড়ে দেয়া হয়। মেয়েটির বৈধ কোন কাগজপত্র ছিল না। আমেরিকান সিভিল লিবারেটিজ ইউনিয়নের (এসিএলইউ) আইনজীবীরা এ ব্যাপারে একটি মামলা দায়ের করার তিনদিন পর শুক্রবার রোসা মারিয়া হার্নানদেজ নামের ওই মেয়েকে মুক্তি দেয়া হয়। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বরাবরের ছোট নগরী লারাডো থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে গলবøাডারে অস্ত্রোপচারের পর গত সপ্তাহে মেয়েটিকে আটক করা হয়েছিল। লারাডো নগরীতে তার বাড়ি। এক বিবৃতিতে এসিএলইউ’র অ্যাটর্নি মিশেল টন বলেন, ‘আমরা আনন্দিত যে সে বাড়ি যেতে পারছে।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ