Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ নেতা হত্যাকারীরাই শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করেছে -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১০:৪১ এএম

১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু ও ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যাকারীরাই ২১আগস্টসহ ১৯ বার শেখ হাসিনাকে হত্যাচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের ঘটনা একই ষড়যন্ত্রকারীদের চক্রান্তের ফসল।
ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শুক্রবার সকালে এ কথা বলেন তিনি।
পরে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা।
সেখানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ৩ নভেম্বরের খুনিচক্রই বারবার শেখ হাসিনাকে হত্যাচেষ্টা চালিয়েছে।
ধানমণ্ডিতে ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, একই বছরের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা এবং শেখ হাসিনাকে ১৯ বার হত্যাচেষ্টার ঘটনা একই ষড়যন্ত্রকারীদের চক্রান্তের ফসল।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক আওয়ামী লীগ।
১৯৭৫ সালের এই দিনে মধ্যরাতে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টায় নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
এছাড়া, রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন দল সংগঠনের উদ্যোগে সারাদেশে আজ পালিত হচ্ছে শোকাবহ এই দিবস।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল হত্যা দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
বিবৃতিতে তারা শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এদিকে শুক্রবার জেলহত্যা দিবস উপলক্ষে ভোরে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



 

Show all comments
  • Hm Omar Faruk ৩ নভেম্বর, ২০১৭, ৫:২৯ পিএম says : 0
    শেখ হাছিনাকে১৯বার হত্যা করিতে চেয়েছে, আর খালেদা জিয়াকে কতবার হত্যা করিতে চয়েছে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ