Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা

ফোর্বসের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘লেডি অব ঢাকা’ হিসেবে বর্ণনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় আরও উপরের দিকে উঠে এসেছেন। ফোর্বসের প্রতিবেদনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘লেডি অব ঢাকা’ হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, অং সান সু চির বিপরীত অবস্থানে দাঁড়িয়ে শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা করার অঙ্গীকার করেছেন; তাদের আশ্রয়ের জন্য ২০০০ একর জমি বরাদ্দ দিয়েছেন।
মিয়ানমারের নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চি গতবছর ফোর্বসের এই তালিকায় ছিলেন ২৬ নম্বরে। এবার তার অবস্থান শেখ হাসিনার পেছনে, ৩৩তম অবস্থানে।
যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্যের এই সাময়িকী বুধবার ২০১৭ সালের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে শেখ হাসিনার অবস্থান ৩০ নম্বরে। গতবার এ তালিকায় তার অবস্থান ৩৬ নম্বরে ছিল, তার আগের বছর ছিল ৫৯ নম্বরে। টানা সপ্তমবারের মত ক্ষমতাধর নারীদের এ তালিকার শীর্ষ স্থানটি ধরে রেখেছেন আঙ্গেলা মেরকেল, যিনি স¤প্রতি টানা চতুর্থবার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সরিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিসা মে। হিলারি ছিটকে গেছেন ৬৫ নম্বরে।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস একধাপ এগিয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে। তার পরেই রয়েছেন ফেসবুক প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। আর পঞ্চম স্থানে রয়েছেন জেনারেল মোটরসের সিইও মেরি ব্যারা। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ফোর্বসের এবারের তালিকার অর্ধেক নারীই যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাজ্যের আছেন আটজন। আর বাকি ইউরোপের ১৩ জন এই তালিকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প প্রথমবারের মত এই তালিকায় এসেই স্থান পেয়েছেন ১৯ নম্বরে। আর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হেলি আছেন ৪৩ নম্বরে।
ক্ষমতাধর ১০০ নারীর এবারের তালিকায় ৯৭তম স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী ইউনিসেফের গুডইউল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা গত কয়েক বছর এ তালিকায় থাকলেও এবার আর তার জায়গা হয়নি।



 

Show all comments
  • বুলবুল আহমেদ ৩ নভেম্বর, ২০১৭, ৩:০০ এএম says : 0
    এটা আমাদের জন্য অনেক গর্বের একটি বিষয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ