Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের সমান ড্র

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : মিডিল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং বীরত্বে বুলাওয়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র করেছে জিম্বাবুয়ে। গত ১২ বছরে এই প্রথম কোন ম্যাচ ড্র করল তারা। তবে সিরিজ হার এড়াতে পারেনি। একই ভেন্যুতে প্রথম টেস্টে জয় পাওয়ায় ১-০তে সিরিজ দখলে নিয়েছ ক্যারিবীয়রা।
৪ উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করা স্বগতিকরা শেষ বিকেল পর্যন্ত ব্যাট চালিয়ে যায় আর মাত্র ৩ উইকেট হারিয়ে। স্কোর বোর্ডে জমে মাত্র ৩০১ রান। নিশ্চিত ড্র মেনে তাই দুই অধিনায়ক কদমর্দনের সিদ্ধান্ত নেন।
এমন ড্রয়ের সবচেয়ে বড় কৃতিত্ব সিকন্দার রাজার ও চাকাভার। ২০৩ বলে ৮৯ রান করেন সিকন্দার। ১৯২ বলে অপরাজিত ৭১ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান চাকাভা। অধিনায়ক ক্রেমারের (২৮) সাথে অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৯১ রানের জুটি গুড়েন চাকাভা। প্রথম ইনিংসেও ৮০ রানের ইনিংস খেলায় ম্যাচসেরার পুরষ্কার ওঠে সিকন্দার রাজার হাতে।
প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩০৬ রানের জবাবে ৪৪৮ রান করে উইন্ডিজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ