Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার বিভাগ ভলিবল

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ক্রনী গ্রæপ প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে জয় পেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩-০ সেটে ওয়ারী ক্লাবকে হারায়। দ্বিতীয় ম্যাচে বিজিবি সমান ব্যবধানে হারায় বাংলাদেশ জেলকে। আজ কোন খেলা নেই। শনিবার ফায়ার সার্ভিস ও আজাদ স্পোর্টিং এবং ঢাকা সবুজ ও বাংলাদেশ জেল মুখোমুখি হবে।
স্কুল স্কোয়াশ কোচিং শুরু
স্পোর্টস রিপোর্টার : যশোরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৪ ও ১৬ স্কুল স্কোয়াশ প্রশিক্ষণ কার্যক্রম। এতে চারটি স্কুলের প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৮০ জন করে ছাত্র ও ছাত্রী রয়েছেন। আট দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়া স্কুলগুলো হলো- দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট হাইস্কুল ও ক্যান্টনমেন্ট বোর্ড সেকেন্ডারি স্কুল। ট্রেনিংয়ের যাবতীয় খরচ বহন করছে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন। প্রশিক্ষণ দিচ্ছেন সাবেক তারকা খেলোয়াড় জাহাঙ্গীর হামিদ সোহেল, বিশু নাথ ও সেন্টু চৌহান। প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে ৮ নভেম্বর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ