Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁও-রাজশাহীর জয়

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব খেলা। গতকাল উদ্বোধনী দিন বড় জয় পেয়েছে ঠাকুরগাঁও এবং রাজশাহী জেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কল্পনার হ্যাটট্রিকে ঠাকুরগাঁও ৫-০ গোলে হারায় রাজবাড়ী জেলাকে। বিজয়ী দলের হয়ে অন্য দু’টি গোল করেন বিথিকা। ম্যাচের ২২ মিনিটে কল্পনা প্রথম গোল করেন (১-০)। ৩১ মিনিটে তিনি দ্বিতীয় গোল করে হ্যাটট্রিকের পথে এগিয়ে যান (২-০)। তবে তা পেতে কিছু সময় অপেক্ষা করতে হয় কল্পনাকে। মাঝে বিথিকা ৫১ মিনিটে ও ৫৮ মিনিটে পর পর আরও দু’টি গোল করলে ৪-০ তে এগিয়ে যায় ঠাকুরগাঁও। ম্যাচের ৬৫ মিনিটে কল্পনা গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন (৫-০)। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে স্বপ্নার ডাবল হ্যাটট্রিকের সুবাদে রাজশাহী ১২-১ গোলে বিধ্বস্ত করে মানিকগঞ্জ জেলাকে। স্বপ্নার ৭ গোল করলে বাকি পাঁচটির মধ্যে তাসলিমা দু’টি এবং শ্যামলি, মাধুর্য ও হাকি একটি করে গোল করেন। মানিকগঞ্জের হয়ে একমাত্র গোলটি শোধ দেন মুন্নি। আজ একই ভেন্যুতে দুপুর ২টায় সাতক্ষীরার মুখোমুখি হবে ময়মনসিংহ এবং বিকাল ৪টায় টাঙ্গাইল খেলবে কুমিল্লা জেলার বিপক্ষে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ