মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ছয় বছর আগে আল কায়েদার তৎকালীন শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যার সময় জব্দকৃত চার লাখ ৭০ হাজার নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। এসবের মধ্যে লাদেনের ডায়েরি ও তার ছেলে হামজার বিয়ের ভিডিও আছে বলে জানিয়েছে বিবিসি। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী। সেসময় এই নথিগুলো জব্দ করা হয়। এর আগেও তিন দফায় সেসময়ের জব্দ করা বেশ কিছু নথি প্রকাশ করেছিল গোয়েন্দা সংস্থাটি। সিআইএর কর্মকর্তারা জানান, গত বুধবার চতুর্থ দফায় সাড়ে চার লাখের বেশি নথি ছাড় করলেও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় কিছু নথি প্রকাশ করা হয়নি। আল কায়েদার বিভিন্ন চিঠি, ভিডিও, অডিও ফাইল ও অন্যান্য জিনিস এ কারণেই প্রকাশ করা হয়েছে যেন মার্কিন জনগণ সন্ত্রাসী সংগঠনগুলোর কাজ ও পরিকল্পনা সম্পর্কে বিস্তৃত ধারণা পায়, নথি প্রকাশের পর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই বলেন সিআইএ-র পরিচালক মাইক পম্পেও। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।