Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

লিবিয়া উপকূলে ৯শ’ অভিবাসী উদ্ধার

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়া উপকূল থেকে সাতজন অভিবাসীর লাশ উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় ৯০০ জনকে। গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বুধবার লিবিয়ার উপকূলের দক্ষিণ ভূমধ্যসাগর থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড। সা¤প্রতিক মাসগুলোতে প্রায় প্রতিদিনিই অভিবাসীদের উদ্ধার করা হচ্ছে। কোস্টগার্ডের এক মুখপাত্র জানায়, ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর একটি জাহাজ ভূমধ্যসাগরে টহলরত অবস্থায় ওই সাতজনের লাশ উদ্ধার করে। কিন্তু তাদের পরিচয় সম্পর্কে বা মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া আটটি ভিন্ন অভিযানে ৯০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, চলতি সপ্তাহেই তাদের ইতালি নিয়ে যাওয়া হবে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের চেয়ে এই বছরে অভিবাসী পাড়ি দেওয়ার সংখ্যা ৩০ শতাংশ কম। এক্ষেত্রে ভূমিকা রেখেছে লিবিয়ার কোস্ট গার্ড। চলতি সপ্তাহের শুরতেই তারা ২৯৯ জন অভিবাসীকে উদ্ধার করে। মন্ত্রণালয় জানায়, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৩৯৭ জন অভিবাসী ইতালি পৌছেছে। মিডল ইস্ট মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ