Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬৫তে এসেও প্রেমিক খুঁজছেন সমপং

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : বয়স তার ৬৫। দু’বার স্বামী বদল করেছেন। এখন নিঃসঙ্গ আছেন। কিন্তু এ বয়সে আর নিঃসঙ্গতা সহ্য হচ্ছে না। সে কারণেই এবার বাড়ির দরজার সামনে প্রেমিকের সন্ধানে বিজ্ঞপ্তি ঝুলিয়েছেন থাইল্যান্ডের এই বৃদ্ধা। মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্টার অনলাইন জানিয়েছে, থাইল্যান্ডের পিবুল মাংসাহান জেলার উবন রাতচালথানি এলাকার বাসিন্দা সমপং চোমফুপ্রাফেট। যৌবনে তার বিয়ে হয়েছিল বিমান বাহিনীর এক কর্মকর্তার সঙ্গে। মদে আসক্ত ওই কর্মকর্তার সঙ্গে সংসার করার সময় দুই সন্তানের মা হয়েছিলেন সমপং। কিন্তু প্রায় স্বামী ঝগড়া করতো বলে তার সঙ্গে শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটান সমপং। পরবর্তীতে তিনি এক জার্মানকে বিয়ে করেন। ১৩ বছর জার্মানিতে থাকার পর ওই স্বামীর সঙ্গেও তার বিচ্ছেদ ঘটে। শেষ পর্যন্ত তিনি দেশে ফিরে আসেন। কিন্তু এই বয়সে তার কাছে এখন নিঃসঙ্গতা অসহ্য ঠেকছে। আর সেই জন্যই তিনি বাড়ির দরজায় প্রেমিক চেয়ে বিজ্ঞাপন ঝুলিয়েছেন। এতে লেখা রয়েছে, ‘৬৫ বছরের এক নারীর ৬০ থেকে ৭০ বছর বয়সী প্রেমিক প্রয়োজন, যিনি হবেন পেনশনভোগী, ভদ্র, আন্তরিক এবং সুঠাম স্বাস্থ্যের অধিকারী। দয়া করে যোগাযোগ করুন।’ স্টার অনলাইন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ