Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নেহারার বিদায় রাঙালো ব্যাটসম্যানরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 জয়টা যতটা না আশিস নেহারার জন্যে তার চেয়েও বেশি ভারতের জন্যে। স্বভাবতই বিরাট কোহলিরা চাইবেন ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে নেহারাকে জয় উপহার দিতে। কিন্তু চেয়েও বড় হিসাব হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষেও যে টি-২০তে কখনো জেতেনি ভারত!
সেই গেরো কাটাতে বিরাট কোহলিরা বø্যাক ক্যাপদের সামনে ছুড়ে দিয়েছে ২০৩ রানের চ্যালেঞ্জ। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্তু ৪ ওভারে ২ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৮ রান।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় শর্মা-ধাওয়ান উদ্বোধনী জুটিতেই তোলেন ১৫৮ রান। টি-২০ যে কোন উইকেটে যা ভারতের হয়ে সর্বোচ্চ। দু’জনই আউট হয়ছেন ব্যক্তিগত ৮০ রানে। এজন্য রোহিত শর্মা খেলেন ৫৫ বল (৬ চার, ৪ ছয়), শেখর ধাওয়ান ৫২টি (১০ চার, ২ ছয়)। ১১ বলে অপরাজিত ২৬ রান করেন কোহলি। ২৫ রানে ২ উইকেট নিয়ে কিউই সফল বোলার ইশ সোদি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ