Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজার তিনটি সীমান্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইসরাইলের সঙ্গে গাজার এরেজ ও কেরেম শালোম সীমান্ত ও মিসরের সঙ্গে রাফাত সীমান্তের প্রশাসনিক ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিলো দেশটির মুক্তিকামী আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বিগত দশবছরে এমন ঘটনা এটাই প্রথম। ১২ অক্টোবর মিসরে ফাতাহ ও হামাসের সংলাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। ফাতাহ’র মুখপাত্র ওসামা কায়েসমেহ বলেন, এই ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে কোনও শর্ত বেঁধে দেওয়া হয়নি। তিনি বলেন, এটা আসলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া। ২০০৭ সালের আগে এমনটাই ছিলো বিষয়।’ যুক্তরাষ্ট্র সমর্থিত ফাতাহ নেতা মোহাম্মদ দাহলানের সামরিক অভ্যুত্থানের চেষ্টার কথাও টেনে আনেন তিনি। গত মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনি বেসামরিক খাত বিষয়ক মন্ত্রী হুসেইন জানান, ২০০৫ এগ্রিমেন্ট অন মুভমেন্ট এন্ড একসেস আইন অনুযায়ী মিসরীয় সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনের জাতীয় ঐক্যের সরকার। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ