মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সরকারকে উৎখাত চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তুরস্কের শীর্ষ স্থানীয় অধিকারকর্মী ও ব্যবসায়ী ওসমান কাভালাকে। তাকে এ অভিযোগে পাঠিয়ে দেয়া হয়েছে জেলে। তবে বিচার প্রক্রিয়া রয়েছে মুলতবি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলোকে উদ্ধৃত করে গতকাল বুধবার এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রবাসী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক থাকায় এবং সরকারকে উৎখাতের চেষ্টায় তিনি জড়িত ছিলেন এমন অভিযোগে ইস্তাম্বুলের আদালত কাভালাকে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে। অভিযোগ করা হয়েছে, গত বছর জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিলেন তারা। সাংবাধানিক শৃংখলার বাইরে গিয়ে তারা নির্বাচিত সরকারকে উৎখাতের এমন চেষ্টা করেছিলেন। উল্লেখ্য, ব্যবসায়ী কাভালা’র সংগঠনের নাম আনাদুলো কুলতুর। এটি সংস্কৃতি ও অধিকার নিয়ে কাজ করে। তাকে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দর থেকে আটক করা হয় দু’সপ্তাহ আগে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।