Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের জন্য ইউনিফর সোশ্যাল জাস্টিস ফান্ডের সহায়তা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নিপীড়িত রোহিঙ্গাদের জন্য ৫০ হাজার ডলার সহায়তা দিয়েছে কানাডাভিত্তিক শ্রমিকদের জীবন মান উন্নয়নে সোচ্চার সংগঠন ইউনিফর সোশ্যাল জাস্টিস ফান্ড। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সুরক্ষা, খাদ্য, পানীয়, স্যানিটেশনের ব্যবস্থা করতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর কাছে সংগঠনটি এ তহবিল প্রদান করেছে। সোমবার ইউএনএইচসিআর-এর ওয়েবসাইটে খবরটি জানানো হয়েছে।

ইউনিফর সোশ্যাল জাস্টিস ফান্ডের পরিচালক মোহাম্মদ আলসাদি বলেন, মিয়ানমারের বিভিন্ন গ্রাম ও ঘর-বাড়ি পুড়ে যাওয়া এবং রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হওয়ার দৃশ্যগুলো সহ্য করা কষ্টকর, কিন্তু কিছুই করার থাকে না। সেকারণে আলসাদি এবং তার সংগঠন ইউনিফরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় কেবল উদ্বেগ প্রকাশের মধ্যে আটকে না থেকে রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় তারাও সামিল হবেন। আলসাদি বলেন, ‘আমরা অন্য মানুষদের কথা ভাবি কারণ আমরা বিশ্বাস করি এটি কানাডীয় হিসেবে আমাদের মানবতারই অংশ।’
আলসাদির মতে, রোহিঙ্গা ইসু্যুটি যতখানি মনোযোগ পাওয়ার কথা ছিল তা পাচ্ছে না এবং এটি উদ্বেগের বিষয়। তিনি বলেন, ‘আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি এ ইস্যুর প্রতি বিশ্বের আরও মনোযোগী হওয়া প্রয়োজন। মিডিয়ার উচিত এ ইস্যুটিকে সামনে নিয়ে আসা। আমি যতটুকু জানি এটি সবচেয়ে ভয়াবহ পর্যায়ের জাতিগত নিধন এবং কোনও ধরনের সংকোচ ছাড়াই এর বিরুদ্ধে নিন্দা জানানো প্রয়োজন।
ইউনিফর ইউএনএইচসিআর-এর দীর্ঘ সময়ের অংশীদার। কানাডায় ইউনিফরের ৩ লাখ ১৫ হাজারেরও বেশি সদস্য রয়েছে এবং তারা দেশের প্রত্যেকটি বড় সেক্টরে নিয়োজিত রয়েছে। মানবিক সহায়তা প্রদান এবং সামাজিক ও জেন্ডার সংক্রান্ত ইস্যুগুলোর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বের অন্য ইউনিয়নগুলোর সঙ্গে কাজ করতে সদস্যদের বোঝানোর চেষ্টা করে ইউনিফর। আলসাদি জানান, ১৯৯২ সাল থেকে কানাডা এবং বিশ্বের ৪৪টি দেশের ১২০০টিরও বেশি প্রকল্পে তহবিল দিয়েছে ইউনিফর। সূত্র : ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ