নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অনেকটাই আলোড়নহীন, নিরুত্তাপ এক নির্বাচনী পরিবেশ। নেই লোকজনের বিশেষ আনাগোনা, চোখে পড়েনি প্রার্থীদের বিশেষ কোন প্রচারণা। মাত্র তিনটি পদে নির্বাচন। গত ক’দিন কৌতুহল, উত্তাপ, উত্তেজনা যা ছিল তা মূলত নাঈমুর রহমান দুর্জয়কে ঘিরেই। শেষ পর্যন্ত সারাদিনের উৎকণ্ঠা শেষে নাঈমুরের সমর্থকদের কণ্ঠে বিজয়ের ¯েøাগান। আবারও বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। ভোট শেষে নির্বাচন কমিশনার ওমর ফারুকের এমন ঘোষনার সঙ্গে সঙ্গে ‘এই মাত্র খবর এলো, দুর্জয় ভাই জিতে গেল’, ‘মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’- জাতীয় ¯েøাগানে গতকাল বিকেলে মুখরিত হয়ে ওঠে বিসিবি প্রাঙ্গন। নাঈমুরের সঙ্গে বেসরকারিভাবে পরিচালক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম ও বরিশালের আলমগীর খান আলো। প্রথম বারেরমত পরিচালক হওয়া এই দুজনের সমর্থকদের উল্লাসটাও ছিল চোখে পড়ার মত।
বিসিবির ২৫ পরিচালকের ২০ জনের বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়েছে আগেই। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও এনায়েত হোসেন সিরাজ। বাকি তিনটি পদে নির্বাচন হয়েছে গতকাল, বিসিবি কার্যালয়ে। ঢাকা বিভাগে দুটি পরিচালক পদের জন্য ভোট যুদ্ধে নেমেছিলেন চার জন-মানিকগঞ্জ থেকে দুর্জয়, নারায়ণগঞ্জ থেকে তানভীর আহমেদ টিটু, নরসিংদী থেকে শাহীনুল ইসলাম ভূঁইয়া এবং কিশোরগঞ্জ থেকে সৈয়দ আশফাকুল ইসলাম। ভোট ছিল ১৮টি। নাঈমুর ও আশফাকুল উভয়ই পেয়েছেন ১৩টি করে ভোট। তানভীর ৭ এবং শাহীনুল পেয়েছেন ৩ ভোট।
বরিশাল বিভাগে একটি পরিচালক পদের জন্য লড়াই ছিল দুজনের মধ্যে, ভোট ৭টি। এই লড়াইয়ে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গত পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক বরিশাল জেলা ক্রীড়া সংস্থার এমএ আউয়াল চৌধুরী ভুলু হার মেনেছেন দুই ভোট পেয়ে। নারী উইংয়ের এই চেয়ারম্যান গত ২০১৩ সালেও ছিলেন বিসিবি পরিচালনা পর্যদে।
ভোট শেষে নির্বাচন কমিশনার ওমর ফারুক জানিয়েছেন, ‘ঢাকা বিভাগে চার ও বরিশাল বিভাগে দুজন প্রার্থীর মধ্যে দারুণ লড়াই হয়েছে। আগামীকাল (আজ) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।’ আজ বিসিবির সভায় নির্বাচিত ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবে বিসিবির নতুন সভাপতি। এই পদে অন্য কোন প্রার্থী নমিনেশন দাখিল না করায় বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়া একরকম নিশ্চিত।
বিসিবির নতুন পরিচালনা পর্ষদ
ঁ ক্যাটগরি-১ : জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন
ঢাকা : নাঈমুর রহমান দুর্জয় ও সৈয়দ আশফাকুল ইসলাম
চট্টগ্রাম : আকরাম খান ও আ জ ম নাছির
খুলনা : কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল
রাজশাহী : সাইফুল আলম স্বপন চৌধুরী
সিলেট : শফিউল আলম চৌধুরী
বরিশাল : আলমগীর খান আলো
রংপুর : আনোয়ারুল ইসলাম
ঁ ক্যাটগরি-২ : ঢাকার ক্লাব থেকে ১২ জন
নাজমুল হাসান, মাহবুব আনাম, আফজালুর রহমান সিনহা, মনজুর কাদের, জালাল ইউনুস, নজিব আহমেদ, ইসমাইল হায়দার মলিক, গাজী গোলাম মুর্তজা, লোকমান হোসেন ভূঁইয়া, হানিফ ভুঁইয়া, শওকত আজিজ রাসেল ও তানজিল চৌধুরী
ঁ ক্যাটগরি-৩ : বিভিন্ন প্রতিষ্ঠান ও সাবেক ক্রিকেটার থেকে ১ জন
খালেদ মাহমুদ সুজন
ঁ জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ২ জন
আহমেদ সাজ্জাদ উল আলম ববি ও এনায়েত হোসেন সিরাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।