Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোল্ডার-ডরিচে প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অষ্টম উইকেটে এসে অবিচ্ছিন্ন ১৪৪ রানের জুটি গড়লেন জেসন হোল্ডার ও শেন ডরিচ। বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ধুকতে থাকা ওয়েস্ট ইন্ডিজও উল্টো লিড নিলো ৪৮ রানের।
চা বিরতির আগে ২৩০ রানে সফরকারীদের ৭ উইকেট তুলে নিয়ে লিড নেয়ার স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। এর মধ্যে ৮২ রানে একাই ৫ উইকেট নেন সিকন্দার রাজা। কিন্তু হোল্ডার (৭১) ও ডরিচের (৭৫) বীরত্বে উল্টো হারের এখন শঙ্কায় ক্রেমারের দল। প্রথম ইনিংসে হ্যামিল্টন মাসাকাডজার দুর্দান্ত শতকে (১৪৭) ৩২৬ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ের। জবাবে ১ উইকেটে ৭৮ রানে দ্বিতীয় দিন শেষ করা ক্যারিবীয়রা তৃতীয় দিন শেষে ৭ উইকেটে তোলে ৩৪৭ রান। সর্বোচ্চ ৯০ রান করেন কলিন পাওয়েল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ