নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এএফসি অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে স্বাগতিক তাজিকিস্তানকে রুখে দিলো বাংলাদেশের যুবারা। গতকাল তাজিকিস্তানের হিসর স্টেডিয়ামে আসরের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ফলে টুর্নামেন্টের শুরুতেই এক পয়েন্ট অর্জন হলো লাল-সবুজদের। একই দিন গ্রুপের অন্য ম্যাচটিও অমিমাংসিতভাবে শেষ হয়েছে। এ ম্যাচে মালদ্বীপ ২-২ গোলে ড্র করে শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশ-তাজিকিস্তান ম্যাচে শক্তিতে যোজন যোজন এগিয়েছিল স্বাগতিক দল। সঙ্গে নিজেদের মাঠে দর্শক ও অনুকুল আবহাওয়া পেয়েও বাংলাদেশের জালে বল পাঠাতে পারেনি তাজিকরা। অন্যদিকে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেই এক পয়েন্ট ছিনিয়ে নেয় বাংলাদেশ। টুর্নামেন্ট খেলতে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ কোচ মাহবুব হোসেন রক্সি বলেছিলেন, তাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভালো করা। ভালো করার প্রথমধাপটি পেরুলো রক্সির দল। ফলে পরের ম্যাচগুলোতে প্রত্যাশা অনুযায়ী ফল পাবে তারা। টুর্নামেন্টে উজবেকিস্তানের পরই দ্বিতীয় কঠিন প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে স্বাগতিক তাজিকিস্তানকে। সেই কঠিন দলটিকেই ৯০ মিনিট আটকে রেখে ম্যাচ ড্র করেছে লাল-সবুজের যুবারা। আর তাই আতœবিশ^াসের মাত্রাটা বেড়ে গেল রক্সির শিষ্যদের। এখন বলা যায় আগামীকাল সন্ধ্যা ছয়টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয়ের লক্ষ্য নিয়েই মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে। কেননা ভুটানে সদ্য সমাপ্ত সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে এই মালদ্বীপকেই ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশে মোট ১০টি গ্রুপে টুর্নামেন্টের বাছাইর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে। ‘বি’ গ্রুপে তাজিকিস্তান, মালদ্বীপ ছাড়াও বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী উজবেকিস্তান ও শ্রীলঙ্কা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।