নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের প্রথম স্তর চট্টগ্রাম ভেন্যুর খেলায় সিলেট জেলা জিতেছে। বৃষ্টি বিঘিœত এ ম্যাচে সিলেট ৭ উইকেটে নরসিংদী জেলাকে হারিয়েছে। আগের রাতে এবং গতকাল সকালে বৃষ্টির কারণে এ খেলাটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৪ ঘণ্টা পরে শুরু হয়। এ কারণে ৫০ ওভারের খেলাটি কমে ২৪ ওভারে পুনঃনির্ধারিত হয়। খেলায় আগে ব্যাট করা নরসিংদীর ইনিংসে ৪২ রান পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল ওপেনিং জুটি। এসময় আরমান আবদুল্লাহ ব্যক্তিগত (৩০) এবং উদয় ভুঁইয়া (১৪) রানে আউট হলে কিছুটা চাপের মুখে পড়ে দলটি। এরপর জহিরুল (১৩) এবং রাজিবও (১৩) রান করে মোটামুটি লড়াই করার মতো একটা ইনিংস দাঁড় করাতে সক্ষম হলে নরসিংদীর দলীয় রান হয় ৮ উইকেটে ১০২। জবাবে সিলেট ২২.৫ ওভার খেলে ৩ উইকেটে ১০৩ রান করে। জেলার দুই উদ্বোধনী ব্যাটসম্যান সায়েম (৩৩) মইনুল অপরাজিত (৪৮), ইজাজ (১৪) রান করে দলকে জয়ের মুখ দেখায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।