Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বার্সেলোনা ছাড়া লা লিগা অসম্ভব’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাতালোনিয়ার স্বাধিনতার প্রশ্নে এখন উত্তাল স্পেন। স্বয়ং কাতালান রাজধানী বার্সেলোনার রাস্তায় অবস্থান নিয়েছে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের মানুষ। এমন রাজনৈতিক এই অচলাবস্থা যে ফুটবলের উপরে পড়বে না এর নিশ্চয়তা কি। স্পেনের জাতীয় ফুটবল লিগে ফুটবল ক্লাব বার্সেলোনার থাকা না থাকা নিয়েও তাই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে রাজনৈতির অঙ্গন যেমনই থাকুক এর প্রভাব লা লিগায় পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। এমনকি বার্সেলোনাকে ছাড়া লা লিগা অসম্ভব বলে মনে করেন স্প্যানিশ তারকা।
অক্টোবরে কাতলোনিয়ার স্বধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ৯০ শতাংশ ভোট ওই অঞ্চলের স্বাধীনতার পক্ষে পড়ে। এরই ধারাবহিকতায় স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় স্বায়ত্তশাসিত কাতালানীয় সরকারকে বরখাস্ত করলে সংকট আরো ঘনীভূত হয়। গত শুক্রবার কাতালানরা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে।
এই পরিস্থিতিতে বার্সেলোনা রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহŸান জানিয়ে আসলেও আপাতত সেটি সমাধানের কোন পথ দেখা যাচ্ছে না। ফলে হুমকির মুখে পড়েছে বার্সেলোনার লা লিগায় অংশগ্রহণ। দীর্ঘ সময় এমন অনিশ্চিয়তা থাকার আশংকা দেখা দিলেও রামোস মনে করেন রাজনৈতিক অস্থিরতার প্রভাব তাদের ফুটবলঙ্গনে পড়বে না।
তিনি বলেন, ‘বার্সেলোনাকে ছাড়া লা লিগার কথা ভাবতেই পারছি না। আমি চাই বার্সেলোনা লা লিগায় তাদের খেলা অব্যাহত রাখুক।’ এছাড়া রাজনৈতিক প্রশ্নে রামোস বলেন, ‘স্পেনের বর্তমান পরিস্থিতি আমাকে আঘাত দিয়েছে। আমি মনে করি একতাবদ্ধভাবে আমরা বেশ শক্তিাশলী আছি। বতর্মান ঘটনাবলী বিশ্বব্যাপী স্পেনের ইমজকে ক্ষতিগ্রস্ত করছে। এটিই আমাকে কষ্ট দিচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ