Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে ভালো আছেন মোরাতা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লন্ডনে তিনি ভালো নেই বলে অনেকবারই খবর বেরিয়েছিল। কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতা বললেন ভিন্ন কথা। ভাষাগত ভিন্নতার কারণে নাকি অনেকেই তাকে ভুল বুঝেছে। একই সাথে স্বীকার করেছেন লন্ডন শহরকে ভালোবাসেন তিনি। পারলে বর্তমান ক্লাব চেলসির সঙ্গে ‘দশ বছরের চুক্তি’ করেন স্প্যানিশ তারকা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে মোরাতার চেলসি এখন রোমে। গত রাতের ম্যাচর ফলও নিশ্চয় জেনে গেছেন ইতোমধ্যে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মোরাতা বলেন, ‘আমি এখানে সুখে আছি এবং স্ত্রীর সঙ্গে লন্ডনকে উপভোগ করছি।’ ২৫ বছর বয়সী আরো বলেন, ‘যখন আমি আমার ক্যারিয়ার শেষ করব তখন আমি আমার দেশে ফিরে যেতে চাই। আমি যেখানে জন্মেছি তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেব এটাই স্বাভাবিক। তবে লন্ডন সত্যিই দারুণ একটি শহর। এমনকি চেলসি যদি আমাকে ১০ বছরেরও প্রস্তাব দেয় আমি হয়তবা তাতেই স্বাক্ষর করবো। এখানে আমি সবকিছুতেই সুখি।’
২০১০-১৩ পর্যন্ত খেলছেন রিয়াল মাদ্রিদের ‘বি’ দলে। এরপর চার বছর মাদ্রিদের মূল দলের হয়ে খেলার পর দুই মৌসুম কাটিয়েছেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। গত বছর আবারো মাদ্রিদে ফিরে মাঠ মাতানোর পরে চলতি মৌসুমেই ৫ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন চেলসিতে। তার জন্য ক্লাব রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলতে পেরে দারুণ খুশী মোরাতা। তবে এখনো ইতালির দিনগুলো তিনি ভুলতে পারেননি বলেও জানান। সেই দিনগুলোর কথা মনে করে মোরাতা বলেন, ‘চুক্তির শর্তগুলো একজন খেলোয়াড়ের জন্য সবসময়ই শ্রদ্ধার বিষয়। ইতালিতে দুই বছর কাটানোর আগে রিয়ালে যখন ছিলাম তারা আমাকে ছোট হিসেবে বিবেচনা করতো। ইতালিতে গিয়ে আমি নিজেকে সিনিয়র হিসেবে দেখতে শুরু করি। এবং আবারো যখন রিয়ালে ফিরে আসি তখন পূর্ণাঙ্গভাবে নিজেকে ফিরে পাই। সত্যিকার অর্থেই ইতালির দিনগুলোকে সবসময় মনে পড়ে। আমার স্ত্রী স্পেনে থাকতে চাইলেও আমি ইতালিতেই থাকতে চেয়েছিলাম।’
চেলসির হয়ে ১৩ ম্যাচে সাত গোল করেছেন মোরাতা। ম্যানেজার অ্যান্তেনিও কন্তের সাথে নিজের সুসম্পর্কের কথাও স্বীকার করেছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ