মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১০ বছর আগে ইরানের কিশ দ্বীপ থেকে নিখোঁজ হয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এজেন্ট রবার্ট লেভিনসন। তাকে ফিরিয়ে আনতে সরাসরি চরম পরিণতির হুমকি মার্কিন প্রেসিডেন্টের। হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতির পরই ইরান-আমেরিকা কূটনৈতিক সম্পর্ক আরও গরম হয়ে উঠল। যদিও ওই এফবিআই এজেন্টকে বন্দি করার বিষয়টি আগেই অস্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির পরই তেহরানের পাল্টা যুক্তি, লেভিনসন নামের কেউ বন্দি নেই। তার খোঁজ করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা হবে। শুধু লেভিনসন নন আরও দুই বন্দি মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার দাবি করেছেন ট্রাম্প। বিবৃতিতে বলেছেন, অবিলম্বে তাদের অন্য কোনও দেশে যাওয়ার অনুমতি দিক তেহরান। ২০০৭ সাল থেকে নিখোঁজ এফবিআই এজেন্ট রবার্ট লেভিনসন। তার বিষয়ে তথ্য দেয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে লেভিনসনের পরিবারের দাবি, তিনি সিআইএ এজেন্ট ছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকে লেভিনসনকে নিয়ে ওয়াশিংটন-তেহরান টানাপোড়েন অব্যাহত। মার্কিন চরকে বন্দি করার বিষয়টি উড়িয়ে দিলেও ইরানের সংবাদমাধ্যম প্রেসটিভি লেভিনসনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। তাতে ইরানি রক্ষীদের হাতে ওই এফবিআই এজেন্টের বন্দি হওয়ার কথা বলা হয়। সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।