Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খুলনায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া দুই দিনের নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর শান্তিধাম মোড়স্থ মেডিপ্যাথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে খুলনা সদর থানা পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত নাসিমা বেগম শাবানা (৩৫) ও তার স্বামী আব্দুল মান্নান জমাদ্দারকে (৪৫) গ্রেফতার করেছে। এদিকে, চুরির মাত্র এক দিনের ব্যবধানে নবজাতক উদ্ধার হওয়ায় তার মা-বাবা ও স্বজনদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, নবজাতককে চুরির পর নাসিমা বেগম শাবানা ও তার স্বামী মান্নান জমাদ্দার তাকে নগরীর শান্তিধাম মোড়স্থ মেডিপ্যাথ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। সিজারিয়ান অপারেশনে প্রসব হওয়ার পর নবজাতকটি অসুস্থ হয়ে পড়েছে- জাানিয়ে সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু ওই দম্পতির আচরণে ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার নাসির উদ্দিনের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ নবজাতকের পিতাকে সঙ্গে নিয়ে শিশুটি উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত দম্পতির বাড়ি বরিশাল জেলা সদরের আমতলা পালপাড়া গ্রামে। তবে তারা রূপসা উপজেলার আইচগাতী গ্রামে বসবাস করেন।
মেডিপ্যাথ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার নাসির উদ্দিন বলেন, জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির বিষয়টি শুক্রবার বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে তারা অবগত হন। এরই মধ্যে এই দম্পতি নবজাতকটিকে তাদের ক্লিনিকে নিয়ে আসলে তাদের আচরণে সন্দেহ দেখা দেয়। এ কারণেই তিনি পুলিশকে খবর দেন।
উলেখ্য, রূপসা উপজেলার নন্দনপুর এলাকার দিনমজুর ইদ্রিস আলীর স্ত্রী সানজিদা বেগম গত ১৫ মার্চ সকালে খুলনা জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে জমজ ছেলে ও মেয়ে সন্তান প্রসব করেন। দুই সন্তানসহ স্ত্রীকে হাসপাতালের দোতলার লেবার ওয়ার্ডে রাখা হয়। বৃহস্পতিবার সকালে দোতলার লেবার ওয়ার্ড থেকে জমজ নবজাতকের ছেলেটি চুরি হয়।
এ ঘটনা তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করে। এছাড়া শিশুর পিতা ইদ্রিস শেখ বাদি হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ