নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পৃষ্ঠোপষকতায় অনুষ্ঠিত ৩৭তম জাতীয় সিনিয়র টিটি চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। আগের দিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হলেও গতকাল আসরের বাকি দুই ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সমাপণী দিন পুরুষ দলগতে বাংলাদেশ আনসার ও ভিডিপি চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা সেনাবাহিনীকে হারিয়ে শিরোপা ঘরে তুলে। অন্যদিকে পুরুষ দ্বৈতের ফাইনালে সেনাবাহিনীর হাসিবুল-রকি জুটি ৩-২ সেটে আনসারের জাবেদ-হৃদয় জুটিকে হারিয়ে সেরার খেতাব জিতে নেয়।
জাতীয় সিনিয়র টিটি চ্যাম্পিয়নশিপের এবারের আসরে মোট ৪৫টি দলের ১৮০ পুরুষ ও ৬০ জন মহিলা খেলোয়াড় অংশ নেন। তারা সাতটি ইভেন্টে নিজেদের যোগ্যতা প্রমাণ করেন। ইভেন্টগুলো হলো- পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, দ্বৈত, মহিলা একক, দ্বৈত এবং মহিলা মিশ্র দ্বৈত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।