Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইজ্যাকের ভুয়া চিঠি, জরুরি অবতরণ জেট এয়ারওয়েজ বিমানের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিমান ঘুরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে না নিয়ে গেলে মাঝ আকাশেই উড়িয়ে দেওয়া হবে। এরকমই একটি চিঠি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ৯ডবিøউ৩৩৯ জেট এয়ারওয়েজের বিমানকর্মীরা। যে বিমানে এই চিঠি মেলে সেটি মুম্বই থেকে দিল্লি যাছিল। কিন্তু হুমকি চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে বিমানটি জরুরি অবতরণ করে আমেদাবাদে। চিঠিটি উর্দু ও ইংরেজিতে লেখা হয়েছিল। প্রাথমিক তদন্তে অনুমান, ওই বিমানেরই বিজনেস ক্লাসের এক যাত্রী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ওই ভুয়ো হামলার চিঠিটি লিখেছেন। ওই যাত্রীকে দেশের কোনও বিমানেই উঠতে না দেওয়ার জন্য জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী গজপতি রাজু।
সূত্রের খবর, সাল্লা রাজু নামে ওই যাত্রীর সঙ্গে জেট এয়ারওয়েজেরই এক মহিলা কর্মীর প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে। স¤প্রতি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ওই ব্যক্তি তার প্রেমিকাকে হুমকি দেয়, জেট কর্তৃপক্ষের বিমান চলাচল পরিষেবাকে স্তব্ধ করে দেবে। সেই মোতাবেক এদিন বিজনেস ক্লাসের ওই যাত্রী হুমকি চিঠিটি লিখে বিমানের শৌচাগারে রেখে আসেন। যা পরে কর্মীদের নজরে এলে হইচই শুরু হয়। সোমবার দিল্লির পরিবর্তে আমেদাবাদে বিমানটি জরুরি অবতরণ করে। মুম্বই থেকে ২.৫৫ মিনিটে ছেড়েছিল বিমানটি। বিমানে ১১৫ জন যাত্রী ও ৭ জন ক্রিউ মেম্বার ছিলেন।
চিঠিটি দেখতে পেয়েই কর্মীরা পাইলটকে খবর দেন। পাইলট সরাসরি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। বলেন, ‘বিমানে বিস্ফোরক ও হাইজ্যাকার রয়েছে বলে খবর পেয়েছি।’ সঙ্গে সঙ্গে আমেদাবাদে বিমানটি নামানোর নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দরে বোমা নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞদের আগাম তৈরি রাখা হয়। ভোর ৩.৪৮ মিনিটে বিমানটি নামে। সেখান থেকে বহু দূরে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় বিমানটি। ভোর ৬.৪০ পর্যন্ত তল্লাশি চালিয়েও কোনও বিস্ফোরক খুঁজে পায়নি বম্ব ডিজপোজাল স্কোয়াড। জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কারণে বিমানটি জরুরি অবতরণ করে। ঘটনার তদন্ত চলছে। তদন্তকারী সংস্থার সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে তাদের সংস্থা। যে যাত্রীরা আটকে পড়েছেন, তাঁদের দ্রুত দিল্লিতে পাঠানোরও ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেয় জেট এয়ারওয়েজ। সূত্র : সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ