Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরীয়বিষয়ক সপ্তম দফার আলোচনা আস্তানায় শুরু

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সিরীয় বিষয়ক সপ্তম দফার আলোচনা সোমবার আস্তানায় শুরু হয়েছে। এ আলোচনায় নিরাপদ জোন ঘোষণা ও মানবিক বিষয়ের ওপর সবচেয়ে গুরুত্ব দেয়া হবে। দ্বি-পাক্ষিক ও ত্রিপক্ষীয় বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা গতকাল অনুষ্ঠিত হয়। আজ একটি প্রাথমিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এ আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিছেন সিরীয় সমস্যার সমাধান বিষয়ক প্রেসিডেন্টের দূত আলেকজান্ডার লভরেনতিয়েভ, ইরানের নেতৃত্ব দিছেন উপ-প্রধানমন্ত্রী হোসেন আনসারি এবং তুরস্কের নেতৃত্ব দিছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি সাদাৎ ওনাল। পর্যবেক্ষক হিসেবে এ বৈঠকে সিরীয় বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড সাটারফিল্ড ও জর্ডানের প্রতিনিধি অংশ নিছেন। এতে সিরীয় সরকারের প্রতিনিধিত্ব করছে দেশটির জাতিসংঘে নিযুক্ত স্থায়ী সদস্য বাশার জাফরি। সূত্র : তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ