প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে যেন আলোচনায় আসতে পছন্দ করেন উপস্থাপক-পরিচালক দেবাশীষ বিশ্বাস। বিগত এক বছরে বেশ কয়েকটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত সেগুলো নির্মাণ করেননি। ফলে তিনি আদৌ সিনেমা নির্মাণ করবেন, নাকি ঘোষণা দিয়ে আলোচনায় থাকতে চান, এ নিয়ে প্রশ্ন উঠেছে। যাই হোক, আবারও দেবাশীষ নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। তবে এবার একটি নয়, এক সঙ্গে দুটি সিনেমা নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। একটি ‘মন জ্বলে’। আরেকটি ‘চল পালাই’। সাইমন-পরীমণিকে নিয়ে মন জ্বলে এবং শিপন-তমাকে নিয়ে চল পালাই নির্মাণ করবেন। মন জ্বলেতে অভিনয় করার কথা ছিল আঁচল ও মিলনের। তাদের বাদ দেয়া হয়েছে। এই সিনেমার আরেক নায়িকা তমাকে নিয়ে আসা হয়েছে চল পালাই সিনেমায়। পরে মন জ্বলেতে পরীমণি যুক্ত হয়েছেন। নায়ক-নায়িকা বাদ দেয়া এবং যুক্ত করার ঘটনা দেবাশীষ শুরুতেই ঘটিয়েছেন। এ ধরনের কাÐকীর্তিতে নতুন করে প্রশ্ন উঠেছে, আসলেই কি দেবাশীষ বিশ্বাস সিনেমা নির্মাণ করবেন নাকি ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন? আবার নতুন দুই সিনেমার ঘোষণা কি পূর্বের সিনেমাগুলোর ঘোষণার মতোই মুখ থুবড়ে পড়ভে? এসব প্রশ্ন এখন চলচ্চিত্রাঙ্গনের অনেকের মুখে। উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস এই দুই নতুন সিনেমার আগে ‘সম্পূর্ণ রঙ্গিন’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এতে আনিসুর রহমান মিলন ও মিমের অভিনয় করার কথা ছিল। শেষ পর্যন্ত সিনেমাটি নির্মাণ করেননি। এ সিনেমা নির্মাণের ঘোষণার পর ‘হিরোগিরি’ নামে আরেকটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এটিও নির্মাণ করেননি। এখন আবার একসঙ্গে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। দেখার বিষয় হচ্ছে, এ দুটি সিনেমা শেষ পর্যন্ত দেবাশীষ নির্মাণ করেন কিনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।