Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতির জন্য অশনি সঙ্কেত

খালেদা জিয়ার গাড়িতে হামলায় চার দলের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিকল্পধারার সভাপতি সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ ৪ দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। অন্য দিন নেতা হলে জেএসডি সভাপতি আ স ম আবদুল রব, গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
যৌথ বিবৃতিতে নের্তৃবৃন্দ বলেন, আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের উপরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বিশেষত এই হামলায় টিভি চ্যানেলের গাড়িসমূহ এবং অনেক সাংবাদিকসহ বেশ কিছু আহত হয়েছেন। এ ধরণের হামলা অপরাজনীতি। গণতান্ত্রিক আচরণ বিরোধী এবং গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে এক ধরণের অশনিসংকেত। সরকারি দলের এ ধরণের আচরণ অগ্রহণযোগ্য। একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট নির্ণয়ে এ ধরণের আক্রমণ ও হামলা ভবিষ্যতে বাঁধার সৃষ্টি করবে। আমরা এই ঘটনাকে আমলে নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করছি ।
তারা আরো বলেন, যদিও ইতিহাস বলে অতীতে বিভিন্ন সরকার ক্ষমতার অহংকারে অনুরূপ আচরণ করেছে, তখনো আমরা যেমন এর নিন্দা করেছি এখনো একইভাবে নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।



 

Show all comments
  • আরজু ৩০ অক্টোবর, ২০১৭, ২:৫৫ এএম says : 0
    এই ধরনের ঘটনার পুন:রাবৃত্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনীতি

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ