Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় টিটিতে আনসারের সাফল্য

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সাউথ ইষ্ট ব্যাংক জাতীয় সিনিয়র টেবিল টেনিস (টিটি) প্রতিযোগিতায় বাংলাদেশ আনসারের সাফল্য জ্বলজ্বল করছে। গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা দলগত ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে পুরুষ দ্বৈতে সেনাবাহিনীর কাছে হেরে রানার্সআপ দলটি। এছাড়া তিনটি ইভেন্টের ফাইনালে এবং আরেকটিতে সেমিফাইনালে ওঠেছে আনসার। এ আসরের পুরুষ এককে নিজেদের মধ্যেই প্রতিদ্ব›িদ্বতা করেছেন আনসারের দুই খেলোয়াড়। চমক দেখিয়েছেন সজিব। পুরুষ এককে র‌্যাংকিংয়ের এক নম্বরে থাকা একই দলের মাসুদ রানা পরাগকে হারিয়েছেন তিনি। এ নিয়ে দারুণ উচ্ছ¡সিত সজিবের গুরু সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী। গতকাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান। এ সময় ফেডারেশনের সভাপতি হেদায়েতুল্লাহ খান ও সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর উপস্থিত ছিলেন।
জুনিয়রদের মধ্যে অষ্টম র‌্যাংকিংয়ে থেকেই গত বছর সিনিয়র টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন সজিব। এবারও সুযোগ পেয়েছেন ২০১৫ সালে সাউথ এশিয়ান জুনিয়রে দলগতে ব্রোঞ্জ জেতা এই খেলোয়াড়। সুযোগটা কাজে লাগিয়েছেন। সিনিয়র র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা পরাগকে হারিয়ে চমক সৃষ্টি করেন। জায়গা পান শেষ আটে। নিজ শিষ্য সজিবকে নিয়ে দারুন আশাবাদি কোচ কাম খেলোয়াড় মানস চৌধুরী। তিনি বলেন, ‘আসলে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কম্বিনেশন থাকলে সবই সম্ভব। চট্টগ্রামে আমার সঙ্গে অনুশীলন করেছে সজিব। কম্বিনেশন থাকাতেই আজ সাহস করে পরাগকে হারাতে পেরেছে। কেবল সজিবই নয়, জাবেদ ও হৃদয়ের মতো অনেক খেলোয়াড়ই ওঠে আসছে। এটা টিটির জন্য ভালো দিক।’
মহিলা দ্বৈতের ফাইনালে হেরে কাঁদছিলেন সালেহা পারভীন। ছয় বছর পর ফেরা বিমানের হয়ে খেলেছেন তিনি। ফাতেমাতুজ জোহরা আঁখিকে নিয়ে তীব্র প্রতিদ্ব›িদ্বতা গড়ে তোলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে আনসারের সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ’র কাছে। ২-০ সেটে পিছিয়ে পড়ে তৃতীয় সেটেই জয় তুলে নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। চতুর্থ সেটে হেরে রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এটাই তাকে কষ্ট দিয়েছে। অন্যদিকে মহিলা দলগতে চ্যাম্পিয়ন হয়ে আনন্দে আত্মহারা আনসারের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। আনসারের সোমা, মৌ, সিনথি ও তুশি ৩-০ সেটে হারান সেনাবাহিনীর রহিমা ও রুমিকে। কাল টুর্ণামেন্ট শেষ হওয়ার কথা থাকলেও আজ অবদি তা গড়াবে বলেই টিটি ফেডারেশন সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ