Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদ্রিদকে ধরাশায়ী করল কাতালানরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১১:৪৮ পিএম, ২৯ অক্টোবর, ২০১৭


 ‘স্বাধীন’ কাতালুনিয়ায় প্রথমবারের মত এসেই পরাজয়ের মুখোমুখি হতে হলো রিয়াল মাদ্রিদকে। অ্যাসেনসিও ও ভাজকুয়েজ- দুই ফুল ব্যাককে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন জিনেদিন জিদান। এর মূল্য দিতে হলো জিরোনার মাঠে ২-১ গোলে হেরে।
১২তম মিনিটে ইস্কোর গোলে এগিয়েই ছিল রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ৪ মিনিটের এক ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় রিয়াল শিবির। ৫৪তম মিনিটে স্কোরবোর্ডে সমতা আনেন স্তুয়ানি। চার মিনিট পর দলকে এগিয়ে নেন পর্তু। ভাগ্য ভালো হলে ব্যবধান আরো বাড়াতে পারত স্বাগকিরা। শুনতে অবাক লাগলেও দ্বিতীয়ার্ধে কাতাললুনয়ার দলটিই এগিয়ে ছিল সব দিক দিয়ে। লা লিগায় নিজের ছায়া থেকে বের হতে পারেননি পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো।
আগের দিন অ্যাথলেটিকো মাদ্রিদরে মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল বার্সেলোনা। ফলে ১০ ম্যাচেই বার্সার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে পড়ল রিয়াল।
বার্সার এদিনের জয়টি অবশ্য সহজ ছিল না। ম্যাচ জুড়েই কঠিন পরীক্ষা দিতে হয়েছে মেসিদের। গোলরক্ষক মার্ক টার স্টেগেন অমন সুপারম্যানের মত দেখা না দিলে নিশ্চিত কয়েকটি গোল হজম করতে হত বার্সাকে। ভালভার্দেও অবশ্য নিজেদের দুর্ভাগা ভাবতে পারেন। মেসির একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়। পরে অবশ্য আর্জেন্টাইন তারকার গোলেই লিড নেয় সফরকারীরা। স্বাগতিকরা আতঙ্ক ছড়ালেও পুরো ম্যাচে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মেসি-ই। যোগ করা সময়ে তার নেতৃত্বেই দুর্দান্ত আক্রমণ থেকে ব্যবধান বাড়ান ব্রাজিরিয়ান মিডফিল্ডার পাওলিনহো। এ নিয়ে লিগে প্রতিপক্ষের জালে ২৮ বার বল পাঠালো বার্সা, হজম করতে করেছে মাত্র ৩টি।
চলতি লা লিগায় মেসির গোল হলো ১২টি। সব মিলে ১৫ ম্যাচে ১৬ গোল। এমন শিষ্যের প্রশংসা গুরুর মুখে তো শোভা পাবেই। যেমনটা বললেন ভালভার্দে, ‘সে দুর্দান্ত। যে কোন মুহূর্তে সে পার্থক্য গড়ে দিতে পারে। এটা দর্শনীয় গোল ছিল। আমি সৌভাগ্যবান যে, বিশ্বসেরা খেলোয়াড়টি আমাদের হয়ে খেলে।’
অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে ভ্যালেন্সিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদও। তবে আলাভেজের মাঠ থেকে ভ্যালেন্সিয়া ২-১ গোলের জয় নিয়ে ফিরলেও ঘরের মাঠে এদিন ভিয়ারিয়ালের কাছে পয়েন্ট হারিয়েছে (১-১) ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো। বার্সার সমান ম্যাচে ভ্যালেন্সিয়ার সংগ্রহ ২৪ পয়েন্ট। ২০ পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো। ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সা। ৮ পয়েন্টে পিছিয়ে তিনে রিয়াল।
এক নজরে ফল
জেনোয়া ২ : ১ রিয়াল মাদ্রিদ
আলাভেজ ১ : ২ ভ্যালেন্সিয়া
অ্যাথ. বিলবাও ০ : ২ বার্সেলোনা
অ্যাট. মাদ্রিদ ১ : ১ ভিয়ারিয়াল
সেভিয়া ২ : ১ লেগানেস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ