Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে রেকর্ড কেবল ইব্রা-হিগুয়েনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১১:৪৯ পিএম, ২৯ অক্টোবর, ২০১৭


ইউরোপিয়ান ঘরোয়া শীর্ষ লিগে পরশু রাতে ছিল বড়দের জয়জয়কার। প্রিমিয়ার লিগে টানা অষ্টম জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। জয় পেয়েছে লিভারপুলও। তবে একই হাসি নিয়ে মাঠ ছাড়তে কঠিন পরীক্ষা দিতে হয়েছে আর্সেনাল ও চেলসিকে। ঘরৈর মাঠে টটেনহ্যাম পরীক্ষায় পাশ করেছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডও।
তবে একজনের কাছে পরশু রাতটা এসেছিল উদযাপনের ভিন্ন এক মাত্র নিয়ে। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এদিন ইউরোপিয়ান শীর্ষ লিগে দুটি ভিন্ন ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন গঞ্জালো হিগুয়েইন। সান সিরোতে এসি মিলানের বিপক্ষে সেরি আ’র সেই হাইভোল্টেজ ম্যাচে জুভেন্টাসের ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। দুই গোলেই আবার সহকারীর ভুমিকায় ছিলেন আরেক আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড পাওলো দিবালা। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে গোলের সেঞ্চুরি করেন হিগুয়েইন। ম্যাচ শেষে তাই তার উচ্ছ্বাসটাও তাই ছিল দেখার মত, ‘এসপিএলের বিপক্ষে (আগের ম্যাচে) আমার একটি গোল বাতিল করা হয়। তখনই বলেছিলাম, আমার শততম গোল হবে সান সিরোতে। এখন এটা ১০১! একবারে মন্দ নয়।’ এর আগে দুটি ভিন্ন লিগে ভিন্ন ক্লাবের হয়ে একশ গোলের মাইলফলক স্পর্শ করেন সুইডিশ তারকা জøাতান ইব্রাহিমোভিচ।
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নাপোলিকে স্পর্শ করেছিল জুভারা। কিন্তু গতকাল সসুলোকে ৩-১ গোলে হারিয়ে আবারো পরিস্কার ৩ পয়েন্টের ব্যবধান গড়ে ফেলে নাপোলি। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ৩১, জুভেন্টাসের ২৮। সমান ২৮ পয়েন্ট নিয় তিনে থাকা লাজিও এদিন বেনেভেন্তোকে উড়িয়ে দেয় ৫-১ গোলে।
প্রিমিয়ার লিগে ৮০০তম ম্যাচে জয় পেয়েছেন আর্সেন ওয়েঙ্গার। এজন্য অবশ্য সোয়ানসির বিপক্ষে তার শিষ্যদের ঘাম ছোটাতে হয়েছে। ঘরের মাঠে প্রথমার্ধে গোলের কোন সুযোগই তৈরী করতে পারেনি আর্সেনাল। উল্টো ২২ মিনিটে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরু দিকে ৭ মিনিটের ব্যবধানে গোল করে ওয়েঙ্গারের কপালের ভাজ দূর করেন সেয়াদ কোলাশিনাচ ও অ্যারোন রামসি। ম্যাচ শেষে ওয়েঙ্গার বেলন, ‘ঘুরে দাঁড়িয়ে জিতে আমরা আবারো দেখিয়েছি মানসিকভাবে আমরা কতটা শক্তিশালী।’
বোর্নমাউযথের মাঠে চেলসির জয়টি ছিল দ্বিতীয়ার্ধের শুরুতে করা এডেন হ্যাজার্ডের একমাত্র গোলের সুবাদে। হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডও একই ব্যবধানে জিতেও অবশ্য খুশি। প্রতিপক্ষ যে ছিল গেল মৌসুমের রানার্স আপ দল টটেনহ্যাম।
লিগে একক আধিপত্য ধরে রেখে ছুঁটছে পেপ গার্দিওলার সিটি। ওয়েস্ট ব্রুমকে তাদেরই মাঠে এদিন ৩-২ গোলে হারায় আকাশী-নীলরা। গোল আর পাল্টা গোলের ৫ মিনিটের রোমাঞ্চে ১৫ মিনিটেই ২-১ গোলে এগিয়ে যায় সিটি। একটি করে গোল করেন সানে ও ফার্নান্দিনহো। ৬৪তম মিনিটে ব্যবধান বাড়ান স্টার্লিং। যোগ করা সময়ে পরাজয়ের ব্যবধান কমায় স্বাগতিকরা।
এমন জয়ের পরও শিষ্যদের গোলমুখে আরো নিখুঁত হতে বললেন গার্দিওলা, ‘এই জায়গাগুলোতে (প্রতিপক্ষের গোলমুখে) আমাদের আরো উন্নতি করতে হবে। যদি শিরোপা জিততে চাই তাহলে আমাদের আরো নিখুঁত হতে হবে। তবে এটাও ঠিক ফুটবল অনিশ্চয়তার খেলা।’
ওদিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের জন্যেও রাতটা এসেছিল একরাশ স্বস্তি নিয়ে। লিগের বয়স ১০ ম্যাচ পেরিয়ে এই প্রথম পয়েন্ট তালিকার শীর্ষে উঠল তারা। ঘরের মাঠে ১০ জনের লাইপজিগ ২-০ ব্যবধানে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে গোল দুটি করেন সাবেক রিয়াল স্ট্রাইকার হামেস রড্রিগুয়েজ এবং রবার্ট লেভান্দোভস্কি। ১৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় সফরকারী দল।
একই রাতে বরুশিয়া ডর্টমুন্ড হ্যানোভারের মাঠে ৪-২ গোলে হেরে বসায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নেয় বায়ার্ন। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। ৩ পয়েন্টে পিছিয়ে দুইয়ে বরুশিয়া।

এক নজরে ফল
প্রিমিয়ার লিগ
ম্যান ইউ ১ : ০ টটেনহ্যাম
আর্সেনাল ২ : ১ সোয়ানসি
ক্রিস্টাল প্যালেস ২ : ২ ওয়েস্ট হ্যাম
লিভারপুল ৩ : ০ হাডার্সফিল্ড
ওয়েস্ট ব্রুম ২ : ৩ ম্যান সিটি
বোর্নমাউথ ০ : ১ চেলসি
সেরি আ
এসি মিলান ০ : ২ জুভেন্টাস
রোমা ১ : ০ বোলোনিয়া
নাপোলি ৩ : ১ সসুলো
বেনেভেন্তো ১ : ৫ লাজিও
বুন্দেসলিগা
হফেনহেইম ১ : ৩ মশেনগ্লাডবাখ
বায়ার্ন ২ : ০ লাইপজিগ
লেভারকুসেন ২ : ১ কোলন
শালকে ১ : ১ ভল্ফসবার্গ
হ্যানোভার ৪ : ২ ডর্টমুন্ড



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ