Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের স্বরনীয় প্রত্যবর্তন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১১:৫০ পিএম, ২৯ অক্টোবর, ২০১৭


প্রায় এক দশক পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। তিন ম্যাচের টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে দিনটাকে স্বরনীয় করে রাখলো সরফরাজ আহমেদের দল।
আবু ধাবিতে আগের দুই ম্যাচ হারের ফলে গতকালের ম্যাচটি শ্রীলঙ্কার কাছে ছিল হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। কিন্তু সেই লড়াইয়ে তারা দাঁড়াতেই পারেনি। ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১৪৪ রানে থেমে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ৫৪ রান করেন দাশুন শানাকা। মোহাম্মাদ আমির ৪ ওভারে মাত্র ১৩ রানে নেন ৪ উইকেট, ১৯ রানে ২টি নেন ফাহিম আশরাফ।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে করে ১৮০ রান। ২৪ বলে সর্বোচ্চ ৫১ রান করেন সোয়েব মালিক। এছাড়া ফখর জামান (২৭ বলে ৩১), উমর আমিন (৩৭ বলে ৪৫) ও বাবর আজম (৩১ বলে ৩৪) খেলেন ত্রিশোর্ধো রানের ইনিংস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ