প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : প্রতিনিয়তই নতুন নতুন ধারাবাহিক নাটকের অভিনয়ে ব্যস্ত হয়ে উঠছেন গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদ। ইতোমধ্যে তার অভিনীত নতুন পাঁচটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। নাটকগুলো হচ্ছে আবুল হায়াতের ‘আকাশের ওপারে আকাশ’, চন্দন চৌধুরীর ‘সব পাখি ঘরে ফিরে’, হৃদি হকের ‘শেষ বিকেলের গান’ বি ইউ শুভ’র ‘লাইফ ইন এ মেট্রো’ এবং সাগর জাহানের ‘মিলার বারান্দা’। পাঁচটি ধারাবাহিক প্রচার হচ্ছে এনটিভি, বৈশাখী, এনটিভি, এটিএন বাংলা ও বাংলাভিশন। শর্মিলী আহমেদ বলেন,‘ পাঁচটি ধারাবাহিকেই গল্পে যেমন ভিন্নতা আছে, আমার চরিত্রেও আছে ভিন্নতা। তবে আমার নিজের কাছে বেশি ভালোলাগে হৃদি’র নাটকটি। কারণ বৃদ্ধাশ্রম নিয়ে গল্প এবং এখানে সিনিয়র অনেক শিল্পী কাজ করছেন। তবে প্রচার চলতি প্রত্যেকটি নাটকের জন্য বেশ ভালো সাড়া পাই।’ এদিকে এটিএন বাংলায় আফসানা মিমির নির্দেশনায় শর্মিলী আহমেদ অভিনীত ‘সাতটি তারা তিমির’ , এনটিভিতে নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘বাক্সবন্দী’ নিয়মিত প্রচার হচ্ছে। একেবারেই নতুন ধারাবাহিকের মধ্যে রয়েছে মাইনুল হাসানের ‘হাই সোসাইটি’। শর্মিলী আহমেদ অভিনীত এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ রয়েছে মুক্তির অপেক্ষায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।