প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের গানে সুর করার জন্য বেলাল খান সেরা সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন। ৩ এপ্রিল চলচ্চিত্র দিবসে তিনি এই পুরস্কার পাবেন। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর থেকে চলচ্চিত্রে তার ব্যস্ততা বেশ বেড়ে গেছে। মাসুদ পথিক তার নির্মাণাধীন দ্বিতীয় চলচ্চিত্র ‘মায়া’তেও বেলাল খানকে নিয়ে কাজ করছেন। এরইমধ্যে একটি গানের কাজ সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি মাসুদুর রহমানের ‘তোমায় দিলাম পৃথিবী’, রয়েল অনিকের ‘গেইম রিটার্ন’, মিজানুর রহমান লাবুর ‘ক্লাব ডি’ চলচ্চিত্রেরও সঙ্গীত পরিচালনা করছেন। বেলাল খান বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর থেকে আল্লাহর রহমতে কাজের ব্যস্ততা বেড়েছে। চেষ্টা করবো নিজেকে ভেঙ্গেচুড়ে আরো নতুনভাবে উপস্থাপন করতে। আমি গ্রামের সাধারণ মানুষ। আমার গানে যেন সাধারণ শ্রোতারা মাটির গন্ধ খুঁজে পান সেই চেষ্টা থাকবে। আবার তরুণ প্রজন্মের শ্রোতারাও যেন মুগ্ধ হন, এ ভাবনাও থাকবে। আমি কৃতজ্ঞ মাসুদ পথিকের কাছে, কারণ তার চলচ্চিত্রে কাজ করেই জাতীয় পুরস্কার পেয়েছি। চলচ্চিত্রের পাশাপাশি লেজার ভিশনের প্রজেক্ট হিসেবে বেলাল খানের সুর সঙ্গীতে ঐশী’র চারটি গান নিয়ে একটি একক অ্যালবাম হচ্ছে। বেলাল খান বলেন, ‘ঐশীর চারটি গান নিয়ে যে অ্যালবাম করছি তাতে ফোক ফিউশন টাইপের কিছু এক্সপেরিমেন্টাল গান থাকবে।’ এদিকে বেলাল খান তার নতুন গানের নতুন মিউজিক ভিডিওর কাজেও শিগগিরই হাত দিবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।