মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় ১২ ঘণ্টা ধরে জিম্মিদশা চলার পর অবশেষে গতকাল রোববার সকালে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হোটেলটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় হামলাকারীসহ ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল শাবাব। শনিবার বিকেল ৫টার দিকে একটি গাড়িবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু হয়। এরপর হোটেল ভবনে প্রবেশ করে বন্দুকধারীরা। শুরু হয় জিম্মিদশা। সোমালিয়ার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হুসেইন রয়টার্সকে বলেন, পুলিশ, হোটেল গার্ড ও হোটেলের বাসিন্দারাসহ মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আমাদের সন্দেহ কয়েকজন জঙ্গি জিম্মি সেজে পালিয়ে গেছে। তিন জঙ্গিকে জীবিত আটক করা হয়েছে এবং দুইজনকে গুলি করার পর তারা নিজেদের বোমায় নিজেদের উড়িয়ে দিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।