Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকেই সিদ্ধান্ত নিতে হবে : এলিস

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে কিনা সে বিষয়ে ইসলামাবাদকেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে বাস্তব পদক্ষেপ নেয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে এশিয়ার কয়েকটি দেশ সফর শেষে দেশে ফিরে শুক্রবার এলিস ওয়েলস সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় আফগানিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানগুলোর প্রতি পাকিস্তান দ্রুত বিশ্বাসযোগ্য সমর্থন দিক। পাকিস্তানের এই সমর্থন গুরুত্বপূর্ণ এবং তালেবানকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তানের উচিত নিজের প্রভাব কাজে লাগানো। এলিস ওয়েলস তার ভাষায় জোর দিয়ে বলেন, ওয়াশিংটন চায়- দেশের ভেতরে সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তান যেমন ভূমিকা নিয়েছে; আফগানিস্তান ও ভারতকে যেসব সন্ত্রাসী ঝুঁকির মুখে রেখেছে তাদের বিরুদ্ধেও ইসলামাবাদ একইরকম প্রতিশ্রুতি প্রদর্শন করুক। এটা এখন সম্পূর্ণ তাদের ব্যাপার; তারা যদি এটা করে তাহলে ভালো আর তা নাহলে তারা সে অনুযায়ী ফল পাবে। তবে পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী ধরনের ব্যবস্থা নেবে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেন এলিস ওয়েলস। গত কয়েক বছর ধরে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে বড় রকমের দ্ব›দ্ব দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র বার বার অভিযোগ করছে যে, আফগান তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। তবে ইসলামাবাদ তা সবসময় অস্বীকার করে আসছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে তার সাত দিনের সফর পর্যালোচনা করে বৃহস্পতিবার বলেছেন, তিনি পাকিস্তানকে বাধ্য করবেন না, তবে জোর দিয়ে বলেন, দেশটির সমর্থন নিয়ে বা সমর্থন ছাড়াই সন্ত্রাসবাদ নির্মূল করবেন। গত মঙ্গলবার টিলারসন পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দের সাথে কয়েক দফা আলোচনা করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়াস জোরদার করার জন্য ইসলামাবাদের প্রতি আহŸান জানান। সিএনএন, রয়টার্স,এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ