Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জম্মু-কাশ্মীরে বৃহৎ পরিসরে স্বায়ত্তশাসন চান চিদাম্বরম

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১০ এএম, ৩০ অক্টোবর, ২০১৭

জম্মু-কাশ্মীর রাজ্যে বৃহৎ পরিসরে স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছেন ভারতের বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পলানিয়াপ্পন চিদাম্বরম। স্থানীয় সময় গত শনিবার দেশটির গুজরাট রাজ্যের রাজকোটে সাংবাদিকদের কাছে এমন অবস্থানের কথা জানান কংগ্রেসের এই নেতা। কাশ্মীর উপত্যকায় দাবি হলো, পত্র ও ৩৭০ অনুচ্ছেদকে সম্মান জানানো। এর মানে দাঁড়ায়, তারা (কাশ্মীরবাসী) বৃহত্তর স্বায়ত্তশাসন চায়। জম্মু-কাশ্মীরে মিথস্ক্রিয়া আমাকে এই সিদ্ধান্তে উপনীত করেছে যে তারা যখন আজাদীর (স্বাধীনতা) কথা বলে, তাদের বেশির ভাগ, আমি সবার কথা বলছি না তাদের বিপুলসংখ্যক লোক স্বায়ত্তশাসন চায়, সাংবাদিকদের বলেন চিদাম্বরম। কাশ্মীরকে এখনো বৃহত্তর স্বায়ত্তশাসন দেওয়া উচিত কি না- সেই প্রশ্নের জবাবে চিদাম্বরম বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি।’ এনডিটিভির খবরে বলা হয়, চিদাম্বরমের এই বক্তব্যে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা অগ্নিশর্মা হয়ে উঠেছেন। দলটির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এ বক্তব্যকে ‘বেদনাদায়ক ও লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন। এর আগে ২০১৬ সালের জুলাইয়ে জম্মু-কাশ্মীরে বৃহত্তর স্বায়ত্তশাসনের কথা বলেছিলেন চিদাম্বরম। সে সময় তিনি বলেছিলেন, ভারতের উচিত ‘বৃহৎ সমঝোতা’র মাধ্যমে কাশ্মীরে বড় আকারে স্বায়ত্তশাসন দেওয়া। তা না হলে দেশটিকে ‘চরম মূল্য’ দিতে হবে বলেও সতর্ক করেছিলেন রাজ্যসভার এই আইনপ্রণেতা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ