Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাঁকা ঘাড় নিয়ে দুর্বিষহ জীবন আফসিনের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 বাঁকা ঘাড় নিয়ে দুর্বিষহ জীবন অতিবাহিত করছে আফসিন। তার কষ্ট দেখে অসহ্য হয়ে আফসিনের মা জামিলান বলেন, আমার মেয়েকে এ অবস্থায় আর দেখতে পারছি না। আমি তার কষ্ট সহ্য করতে পারছি না। কোনো চিকিৎসকই তাকে সুস্থ করতে পারছে না। তাঁরা তাকে করাচিতে জিন্নাহ হাসপাতালে নিয়ে যেতে বলেছে। কিন্তু আমাদের তো এত অর্থ নেই। কথাগুলো এভাবেই বলছিলেন নয় বছরের শিশু আফসিনের মা জামিলান (৫০)। জন্মের কিছুদিন পর থেকে ১৮০ ডিগ্রি কোণে বেঁকে যায় আফসিনের মাথা। এর পর থেকে দুর্বিষহ হয়ে পড়ে শিশুটির জীবন। শুরু হয় জীবনের সঙ্গে যুদ্ধ। সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, আফসিনের এ অবস্থার কারণে স্থানীয় লোকজন তাকে দেখে ভয় পায়। আর দশজনের সঙ্গে বসবাস করতে পারে না সে। ফলে তার পরিবারকে সমাজছাড়া হতে হয়েছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা আফসিনের পরিবারে সদস্য নয়জন। বাবা জুরিও কাজ করেন ক্ষেতে। মূল উপার্জন করেন শুধু তার বড় ভাই ইয়াকুব। নিজেদের দোকান থেকে মাস প্রতি ২০ হাজার রুপি আয় হয় তাঁর। এই অল্প অর্থেই টানতে হয় পুরো সংসারের বোঝা। সেখানে আফসিনের উন্নত চিকিৎসার চিন্তা করাও যেন স্বপ্ন দেখার মতো। তাই ছোট বোনের কষ্টের জীবন মেনে নিতে হয় তাঁকে। আফসিনের মা জামিলান জানান, জন্মের সময় স্বাভাবিক ছিল আফসিনের স্বাস্থ্য। তার যখন আট মাস বয়স, তখন পড়ে যায় সে। এতে ঘাড়ে ব্যথা পায় সে। মাথা একদিকে বেঁকে যায়। অনেকটা গাফিলতি আর অর্থের অভাবে সে সময় আফসিনের চিকিৎসা হয়নি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে অবনতি হতে থাকে আফসিনের স্বাস্থ্যের। পরে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে গেলেও তাঁরা আশার কোনো আলো দেখাতে পারেননি। জামিলান আরো জানান, অজ্ঞাত এই রোগটির কারণে আফসিন ঠিকমতো দাঁড়াতে ও বসতে পারে না। পারে না খেলাধুলা করতে ও স্কুলে যেতে। বাড়ির এক কোণে বেশিরভাগ সময় সময় চুপচাপ বসে থাকে সে। আর যন্ত্রণা বেড়ে গেলে শুরু হয় কান্নাকাটি। মেয়েকে সব সময় কোলে করে রাখতে হয়। কিন্তু বয়স বাড়লে আফসিনের অবস্থা কী হবে, তা নিয়ে বেশ চিন্তিত জামিলান। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ