নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামী ৮ নভেম্বর থেকে মালয়েশিয়ায় শুরু হবে যুব এশিয়াকাপ। এর মাস দু’য়েক বাদেই নিউজিল্যান্ডে বসছে যুবাদের শ্রেষ্ঠত্বের আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে আগামী ২ তারিখ থেকে নেপালের সাথে ৩ ম্যাচের ১টি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নেপাল যুবাদের সাথে সিরিজ শুরু হওয়ার আগে এই অনূর্ধ্ব ১৯ দল থেকে ৬ সদস্যের একটা টিম গেছে হংকংয়ে সিক্স-এ-সাইড ক্রিকেটের একটি টুর্নামেন্টে অংশ নিতে। এরই মধ্যে গ্রæপ পর্বে ৩টি ম্যাচও খেলে ফেলেছে ছোট টাইগাররা। সেখানে নিউজিল্যান্ডের কাছে হারলেও শক্তিশালী শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে সাইফ হাসানের দল। গতকাল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে বাংলাদেশ যুব দল। মাত্র ১১ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ। জবাবে শেষ বল পর্যন্ত খেলে মাত্র এক উইকেট হারিয়ে ৮২ রান তুলেই শেষ হয় অজি যুবাদের ইনিংস। রোমাঞ্চকর ম্যাচটি সাইফরা জিতে নেয় ৬ রানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।