Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি কর্পোরেশন ও স্টার ক্লাবের জয়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

প্রথম বিভাগ ক্রিকেট লীগে সিটি কর্পোরেশন (গ্রীন) ৯ রানে উল্লাস ক্লাবকে হারিয়েছে। দিনের অপর ম্যাচে স্টার ক্লাব ৩ উইকেটে জিতেছে নিমতলা লায়ন্স ক্লাবের বিরুদ্ধে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উল্লাস ক্লাব টসে জিতে সিটি কর্পোরেশনকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালে শুরুতেই তারা বিপর্যয়ের মুখে পড়ে। একে একে ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলের মধ্যে খালেদ ৫৫ ও ফয়সাল ৫২ রান করে দলকে নয় উইকেটে ১৫৮ রানে নিয়ে যেতে সক্ষম হয়। এ দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেনি। অতিরিক্ত খাত থেকে আসে ১৪ রান। হাসিব ২৬ রানে ৪ উইকেট, জাহেদ ১৭ রানে ২ উইকেট লাভ করে। জবাবে উল্লাস ক্লাব ৭৫ রানে ৪ উইকেট হারালে দল বেকায়দায় পড়ে যায়। তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাবলু অপরাজিত ৫৬ রান করলেও অপরাপর ব্যাটসম্যানরা উল্লেখযোগ্য রান করতে না পারায় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। জয়নাল ২৭ রানে ৩টি উইকেট লাভ করে। মহিলা কমপ্লেক্স মাঠে নিমতলা লায়ন্স ক্লাব ৪৪.২ ওভার খেলে ১২৬ রানে অলআউটের বিপরীতে স্টার ক্লাব ৩৯.৩ ওভার বোলিং মোকাবেলা করে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ