নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ দাবা লিগে সেরার খেতাব জিতেছে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব। তারা সাত রাউন্ডের সবগুলো ম্যাচ জিতে পূর্ণ ১৪ ম্যাচ পয়েন্ট ও ২৫ গেম পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দশ ম্যাচ পয়েন্ট ও সাড়ে ১৯ গেম পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিম। এবং দশ ম্যাচ পয়েন্ট ও ১৯ গেম পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান পায় ঢাকা নাইটস চেস ক্লাব। লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আগামী বছর প্রথম বিভাগ দাবা লিগে খেলার যোগ্যতা পেল। গতকাল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই লিগ। চ্যাম্পিয়ন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে ২৫ হাজার, রানার্সআপ লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিমকে ১৫ হাজার ও তৃতীয়স্থান অর্জনকারী ঢাকা নাইটস চেস ক্লাবকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। এ ছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে দাবাড়–দের উৎসাহিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রæপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।