Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিপিডিসির কাছে বিদ্যুৎ বিক্রি করবে রোলার স্কেটিং

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেস্কের ছাদে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করে দেশের ক্রীড়াঙ্গণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। এবার তারা নিজেদের উৎপাদিত সৌর বিদ্যুৎ বিক্রি করবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর (ডিপিডিসি) কাছে। এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হবে আজ বিকাল পৌঁনে পাঁচটায়। ডিপিডিসি কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করবেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান এবং ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান। পল্টন ময়দান এক কোনায় নির্মান করা হয়েছে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স। স্টিল দিয়ে ছাউনি দেয়া স্টেডিয়ামের ছাদে বসানো হয়েছে অত্যাধুনিক সোলার প্যানেল। প্রতিদিন সূর্যের আলো থেকে ঘন্টায় প্রায় ২০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এখানে। সেই হিসেবে দিনে পাঁচ ঘন্টায় ১০০০ কিলোওয়াট এবং মাসে ত্রিশ হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ফলে নিজেদের ব্যবহার শেষে অর্ধেকের বেশি বিদ্যুৎ বিক্রি করতে পারছে রোলার স্কেটিং ফেডারেশন কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘প্রতিদিন আমাদের ৮০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। বাকি থাকে ১২০ কিলোওয়াট। সেই হিসেবে মাসে ১৮ হাজার কিলোওয়াট বিদ্যুৎ বেঁচে যায়। বেঁচে যাওয়া বিদ্যুৎ আমরা বিক্রি করবো ডিপিডিসির কাছে। আর সেই অর্থ দিয়ে রোলার স্কেটিং ফেডারেশনের যাবতীয় খরচ মেটানো হবে। এই পুরো পরিকল্পনাই আমাদের সভাপতি ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদের।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ