Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাহাঙ্গীরকে স্মরণ করলেন সতীর্থরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)’র সদস্য ও দৈনিক ইনকিলাবের সাবেক ক্রীড়া সাংবাদিক মরহুম জাহাঙ্গীর আলমকে স্মরণ করলেন তার সতীর্থরা। গতকাল বিকালে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি সভাকক্ষে বিএসপিএ আয়োজিত এক স্মরণ সভায় জীবদ্দশায় জাহাঙ্গীরের চরিত্রের নানা দিক তুলে ধরেন তার সতীর্থ, সিনিয়র, জুনিয়র ক্রীড়া সাংবাদিক ও লেখকরা। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক তিন সভাপতি রেজাউর রহমান সোহাগ, সারওয়ার হোসেন ও রানা হাসান। এছাড়াও স্মৃতিচারণ করেন শামীম চৌধুরী, রাহেনুল ইসলাম, তারিক আপন, কাজী ইমরুল কবির সুমন, আরিফ সোহেল, সৈয়দ মাজহারুল পারভেজ। বক্তারা সবাই জাহাঙ্গীর আলমকে মেধাবী ব্যক্তিত্ব হিসেবে আখ্যা দেন। সবার বক্তব্যে ফুটে ওঠে তার ক্রীড়াপ্রেম, বিএসপিএ’র প্রতি অনুরাগ, সততার কথা। সভায় জাহাঙ্গীরের বড় ভাই শাহ আলম অশ্রæসজল চোখে বলেন,‘মৃত্যুর অপেক্ষায় ক্ষণ গুনছিলেন জাহাঙ্গীর আলম। কাউকেই নিজের মৃত্যু পূর্ব যন্ত্রনায় ভাগীদার করতে চাননি, এমনকি পরিবারকেও না।’
উল্লেখ্য, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন সাবেক ক্রীড়া সাংবাদিক জাহাঙ্গীর আলম। তার মৃত্যুতে দেশ হারালো একজন সৎ ও নিষ্ঠাবান মিডিয়া ব্যক্তিত্বকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ