পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন হবে বর্তমান সংবিধান অনুযায়ী। শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্ত করতে পারবেন। কিন্তু নির্বাচন বন্ধ করতে পারবেন না।
তিনি বলেন, আমাদের সংলাপ জনগণের সঙ্গে, ভোটারের সঙ্গে। কিন্তু ‘৭১ এর খুনির সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। গতকাল শনিবার রাজধানীর হোটেল রেডিসনে য²ামুক্ত নগর গড়ার কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সরকার ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-ইউএসএইড যৌথভাবে এ কর্মসূচী পালন করবে।
মোহাম্মদ নাসিম রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করা ও বাংলাদেশ সরকারের পাশে থাকায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক পদক্ষেপের কারণে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ দিন দিন বাড়ছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রভাবশালী দেশগুলোর পাশাপাশি ভারতও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। এসব রাষ্ট্র রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারকে চাপ দিচ্ছে। এ কারণে রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে তারা নমনীয় হয়েছে। কিন্তু দু:খের বিষয় রোহিঙ্গা ইস্যুতে এ ধরনের সফলতার জন্য খালেদা জিয়া একবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ পর্যন্ত জানালেন না।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লম বার্নিকাট বলেন, গত দুই দশকে স্বাস্থ্য খাতে বাংলাদেশ সরকার ব্যাপক উন্নতি করেছে। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের স্বাস্থ্যখাতের পাশে থাকবে। তিনি বলেন, বিগত কয়েক বছরে সংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে। য²া শুধু বাংলাদেশেরই নয়, বিশে^র বেশকিছু দেশের মারাত্মক সমস্যা। বিশে^ য²ায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। এ সমস্যা দূর করতে জাতীয় য²া নিয়ন্ত্রণ কর্মসূচি খুবই প্রশংসনীয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।