Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী প্রচারণায় ঘোড়া ১১ জনের জেল-জরিমানা

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে গত বৃহস্পতিবার দুপুরে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণাকালে পুলিশ ঘোড়াসহ ১১ জনকে আটক করে। ওইদিন বিকেলে পুলিশ ঘোড়াসহ ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের কোর্টে সোপর্দ করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- এবং ঘোড়ার মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে। জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা কান্দার খাল এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুর রহমানের সমর্থনে দু’শতাধিক লোক মোটরসাইকেল ও ১টি জীবন্ত ঘোড়া নিয়ে শোডাউন চলাকালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঘোড়াসহ ১১ জনকে আটক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনী প্রচারণায় ঘোড়া ১১ জনের জেল-জরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ