রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়া অফিস
চিত্রাঙ্কন, রচনা, সংগীত, উপস্থিত বক্তৃতা এবং বঙ্গবন্ধুর অনুকরণে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানের প্রতিযোগিতার মাধ্যমে গত বৃহস্পতিবার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি, রাকসুর ভিপি এবং বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হায়দার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মিসেস তহমিনা হায়দার। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রধান ও বিশিষ্ট সাংবাদিক মহসিন আলী রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইছাহাক আলী, সহকারী অধ্যাপক জে. কে সাহা, কলেজ শাখার ইনচার্জ প্রভাষক আব্দুল গফুর ফকির, শিক্ষক প্রতিনিধি প্রভাষক জাহাঙ্গীর হোসেন মিল্কী, শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, প্রভাষক কাওছার হামিদ রুবেল, সিনিয়র শিক্ষক আশরাফ আলী ফকির প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শৈশব কাল থেকেই ছিলেন প্রাণচঞ্চল, সাহসী ও দেশ দরদী। গোপালগঞ্জ জেলার অজপাড়া গাঁ টুঙ্গিপাড়া গ্রামে যাঁর জন্ম সেই মহামানবই একদিন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাঙালী জাতির নেতৃত্ব দিয়েছেন এবং প্রতিষ্ঠা করেছেন তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ। সভা শেষে চিত্রাঙ্কন, রচনা, সংগীত ও উপস্থিত বক্তৃতা এবং বঙ্গবন্ধুর অনুকরণে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও মুখ্য আলোচক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।