বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে সড়কপথে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। যাত্রাপথে নারায়ণগঞ্জের ওপর দিয়ে যাবার সময় খালেদা জিয়ার সামনে ব্যাপক শোডাউন করেছে নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীরা।
শনিবার ১২টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে শুরু করে মেঘনা পর্যন্ত এ শো-ডাউন করেছে নেতাকর্মীরা। সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত হাজারো নেতাকর্মী পথের দুপাশে দাঁড়িয়ে দলীয় প্রধানের সফরকে সফল করতে নানা শ্লোগান দেন।
সকাল থেকেই সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর, মদনপুর, সোনারগাঁ চৌরাস্তা, সোনারগাঁর মেঘনার বিভিন্ন পয়েন্টে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে নেতাকর্মীরা পথের দুপাশে অবস্থান নেন।
জেলা বিএনপি, মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতারা ও তাদের অনুগত নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হন নেত্রীর আগমন উপলক্ষে ব্যানার, ফেস্টুন, ছবি নিয়ে। স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে শতাধিক মোটরবাইক নিয়েও নেতাকর্মীরা খালেদা জিয়াকে নারায়ণগঞ্জ পার করে দেন।
এদিকে, শোডাউনে আলাদা আলাদাভাবে বিভিন্ন স্পটে নেতাকর্মী নিয়ে অবস্থান করতে দেখা যায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ গিয়াসউদ্দিন, আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, জেলা বিএনপির সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, শওকত হাসেম শকু, আবু আল ইউসুফ খান টিপু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার সাদাত সায়েম, যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনি, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, শাহেদ আহমেদ, জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালাহউদ্দিন দেওয়ান, জেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা ইসমাইল মামুন ও নাহিদ হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।