রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনী জেলা সংবাদদাতা
ফেনী শহরের মিজান ময়দানে গত বুধবার রাতে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ওমরগনি কলেজের অধ্যাপক ড. আ.ফ.ম খালেদ হোসেন বলেন, মহানবী (সা.) বিশ্ব মানবতার জন্য জীবনের সকল ক্ষেত্রে উত্তম নমুনা ও আদর্শ। বর্তমান বিশ্বের যাবতীয় সমস্যার সমাধানে তাঁর আদর্শের অনুসরনের বিকল্প নেই। মহানবীর আদর্শে নিজেকে গড়ে তুলতে পারলে শান্তিময় সমাজ, রাষ্ট্র, পরিবার গঠন সম্ভব। সর্বোপরি শান্তিময়, ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত স্বর্গীয় পৃথিবী বিনির্মাণ সম্ভব। মহানবীর আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে খালেদ হোসেন আরো বলেন, তিনি বাল্যকালে এক আদর্শ বালকের প্রতিবিম্ব ছিলেন। অল্প বয়সে সত্যবাদিতার জন্য মক্কার সর্বত্র আল আমিন হিসেবে পরিচিতি লাভ করেন। মহানবীর ত্যাগ, ধৈর্য, পরিশ্রম, সাধনা এবং শিক্ষা শুধু মুসলমানদের জন্য নয় বিশ্বের সকল মানুষের জন্য অনুসরণীয়। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন লালপুল সোলতানিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি সায়েদ আহম্মদ, বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, আল্লামা খুরশিদ আলম কাশেমী, মাও. সিদ্দিক উল্লাহ, মাও. রশিদ আহম্মদ, ফেনী জহিরিয়া মসজিদের খতিব মাও. মুফতি ইলিয়াছ। সিরাত মাহফিলের সভাপতিত্ব করেন ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. মাহমুদুল হাছান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।