পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাখাইন রাজ্যে নতুন করে জাতিসংঘের ত্রাণ তৎপরতার সুযোগ দিতে রাজি হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ তথ্য জানিয়েছে। এর আগে সরকারের বাধার কারণে রাখাইনে দুই মাসের জন্য খাদ্য, পানীয় ও জরুরি ওষুধ সরবরাহ বন্ধ করে দেয় জাতিসংঘ। অন্যদিকে আন্তর্জাতিক চাপের মুখে রাখাইনের সহিংসতা কবলিত মংডু ও বুথিডংয়ের শহর থেকে আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধানের কার্যালয় এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডব্লিউএফপি’র মুখপাত্র বেট্টিনা লুয়েশের ত্রাণ সরবরাহ বিষয়ে মিয়ানমার সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সংঘাতকবলিত রাখাইন রাজ্যে খাদ্য সহায়তা কর্মসূচি শুরুর ব্যাপারে দেশটির কর্তৃপক্ষ সবুজ সঙ্কেত দিয়েছে। এ ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। ত্রাণ তৎপরতা পুনরায় চালু করতে কত দিন সময় লাগতে পারে বা কর্মসূচি কত দিন চলবে তিনি সে ব্যাপারে কিছু জানাননি।
ডব্লিউএফপি’র এই কর্মকর্তা বলেন, সেখানে কী ঘটছে সেটা আমাদের আগে জানতে হবে। ঘটনাস্থলে না গিয়ে কিছুই বলা সম্ভব নয়।
এদিকে জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া অনেক শিশু মারাত্মক অপুষ্টির শিকার। তারা মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। ইউনিসেফের হিসেবে, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। এই শিশুদের প্রতি পাঁচজনের মধ্যে একজন মারাত্মক পুষ্টিহীনতার শিকার। সূত্র : আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।