Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের ‘পেনাল্টিবান্ধব’ জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 কোপা দেল রে’র ম্যাচে প্রতিপক্ষ তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাদা। মূল একাদশ থকে কেবল স্প্যানিশ তরুণ মার্কো অ্যাসেনসিওকে রেখে বাকিদের তাই বিশ্রাম দিয়েছিলেন জিনেদিন জিদান। রিজার্ভ দল নিয়ে জিদানের রিয়াল মাদ্রিদ জিতেছে ঠিকই কিন্তু জয়টা ঠিক রিয়ালসুলভ ছিল না। ২-০ ব্যবধানের জয় পেলেও দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।
শুরু থেকেই জিদানের বিকল্প অস্ত্রগুলো ঠিকভাবে কাজ করছিল না। প্রথমার্ধে তো কোন সুযোগই সৃষ্টি করতে পারেনি তারা। এরপরও জিততে পেরেই খুশি জিদান, ‘আমি খুশি। আমরা দুটি গোল করতে পেরেছি। আমাদের যথেষ্ট ধৈর্য্য ছিল। জানতাম দ্বিতীয়ার্ধে সুযোগ সৃষ্টি হবে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। জাল অক্ষত রাখতে পেরেছি এবং পেনাল্টি থেকে আমরা গোল পেয়েছি।’
ম্যাচের ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সফরকারী রিয়ালকে এগিয়ে দেন অ্যাসেনসিও। প্রান গার্সিয়াকে ফেলে দেয়ার কারণে আশরাফ হাকিমির বিপক্ষে ওই পেনাল্টির নির্দেশ দেন রেফারি। শেষ বাঁশি বাজার ১২ মিনিট আগে প্যাকো ক্যানডেলা থিয়ো হার্নান্দেজকে ধাক্কা দেয়ায় তাকে দ্বিতীয় হলুদকার্ড সহ লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করার পাশাপাশি ফের পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন লুকাস ভাজকুয়েজ। শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে রিয়ালের অভিষিক্ত খেলোয়াড় জেসুস ভালেজো বিপজ্জনকভাবে প্রতিপক্ষের খেলোয়াড়ের মোকাবেলা করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
আসরের আরেক ম্যাচে ডিপোর্তিভো লা করুন কে ৪-১ গোলে পরাজিত করেছে লাস পালমাস। এছাড়া রিয়াল সোসিদাদ ১-০ গোলে লেইদাকে এবং লেভান্তে ২-০ গোলে জিরুনাকে পরাজিত করেছে। গোলশুন্য ড্র হয়েছে টেনেরিফ- এস্পানিওলের ম্যাচটি।
খেলোয়াড় কি কোচ, কোন ভুমিকাতেই রিয়ালের হয়ে কোপা দেল রে জিততে পারেননি জিদান। সর্বোচ্চ অর্জন রানার্স-আপ। ২০০২ সালের ফাইনালে জিদানের দল হেরেছিল দিপোর্তিভো লা করুনিয়ার কাছে। দুই বছর পর একই ভাগ্য বরণ করতে হয়েছিল রিয়াল জারাগোজার বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ