Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থী বাছাইয়ে আ.লীগ এগিয়ে বিএনপিতে নীরবতা

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মো. হেলাল উদ্দিন, নিকলী (কিশোরগঞ্জ) থেকে
নিকলীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা থেমে নেই। সামনের ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা কোমর বেঁধেই মাঠে নেমেছে। গ্রাম-গঞ্জে, হাট-বাজারে, চায়ের দোকানে সর্বত্রই নির্বাচনী আলোচনা। এলাকার প্রবীণ বৃদ্ধ থেকে শুরু করে তরুণ প্রজন্মের মধ্যেও চলছে চুলছেঁড়া বিশ্লে­ষণ। উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বিএনপির এখনো দলীয় মনোনীত প্রার্থীর তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া দেখা যাচ্ছে না। গত রোববার নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসহাক ভূঞার সভাপতিত্বে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় নিকলী-বাজিতপুর নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ আলহাজ আফজাল হোসেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল হাসান শাহজাহান, সাধারণ সম্পাদক এডভোকেট আফজাল হোসেন ও নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিকলী উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম উপস্থিত থেকে ৭টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকদের ভোটের মাধ্যমে ৫টি ইউনিয়নে প্রার্থী নির্বাচিত করা হয় ও ২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৩ এপ্রিল ৩য় দফায় উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ১নং সিংপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা মো. জহিরুল ইসলাম, বিএনপির সম্ভাব্য প্রার্থী আবদুর রব মেনু, হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান মো. মুক্তার উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম। ২নং দামপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক চেয়ারম্যান মানিক সওদাগর, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আলহাজ মাহাবুবুর রহমান, মো. লতিফুল হক কানন, মো. আহাম্মদ আলী (বর্তমান মেম্বার)। ৩নং কারপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত তকি আমান খাঁন, বিএনপির সম্ভাব্য প্রার্থী মো. আশরাফ উদ্দিন, মো. মফিজ উদ্দিন, আ. ওয়াদুদ, স্বতন্ত্র প্রার্থী দিলদার আহম্মেদ খাঁন পলাশ, গোলাম মোস্তফা। ৪নং নিকলী সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন, বিএনপির সম্ভাব্য প্রার্থী ডা. কফিল উদ্দিন, আক্তার হোসেন রাজা, মহি উদ্দিন, কারার ইকতার আহমেদ আরিফ, হারুন অল কাইয়ুম, সাজ্জাদ হোসেন স্বাধীন, স্বতন্ত্র প্রার্থী মো. আছমত আলী। ৫নং জারইতলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো. আজমল হোসেন আফরোজ, বিএনপির সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. রইছ উদ্দিন, আতিয়ার রহমান লিটন, শরাফত কামাল, মো. আলম মিয়া (বর্তমান মেম্বার), স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম। ৬নং গুরই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. তোতা মিয়া, বিএনপি’র সম্ভাব্য প্রার্থী মো. আবু তাহের (বয়লার), আবু তাহের, মো. সেলিম মিয়া, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলী আকবর। ৭নং ছাতিরচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান বদরুল আলম চৌধুরী মানিক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), বিএনপির সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হানিফ ইনলাম, পরশ মাহমুদ, হায়দার আলী কাঞ্চন, স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিন (জামাল)। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পরবর্তী সময় ধরে এ উপজেলার সব কয়টি ইউনিয়নে একেকজন চেয়ারম্যান একাধিকবার নির্বাচিত হয়েছেন। ব্যক্তি জনপ্রিয়তা ও পারিবারিক প্রভাবের কারণে সাধারণত এই উপজেলার জনগণ রাজনৈতিক সচেতন হলেও এখানে ব্যক্তি ও পারিবারিক ইমেজও যথেষ্ট কাজ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রার্থী বাছাইয়ে আ.লীগ এগিয়ে বিএনপিতে নীরবতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ